সকল মেনু

ছাত্রদলের বাঁধায় ক্লাস ও পরীক্ষা হয়নি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে

Rangpur Photo_(03) 28-10-13 রংপুর অফিস:  ছাত্রদলের বাধার কারণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা হয়নি। শিক্ষার্থীরা ক্লাস করতে ও পরীক্ষা দিতে এসে ফিরে গেছেন। বিশ্ববিদ্যালয় সুত্রে জানা গেছে, গতকাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং, ম্যানেজমেন্ট, ইংরেজিসহ বিভিন্ন বিভাগের পরীক্ষা হওয়ার কথা ছিল। হরতালের কারণে ছাত্রদল ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে। তারা শিক্ষকদের পরীক্ষা ও ক্লাস বন্ধ রাখার আহবান জানান। কর্তৃপক্ষ ক্যাম্পাসে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পরীক্ষা ও ক্লাস নেয়নি বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন। পরে ক্যাম্পাসে সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল আহ্বায়ক হযরত বেলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান লিমন প্রমুখ। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন তারা সকালে পরীক্ষা দিতে এসে ছাত্রদল নেতাকর্মীদের বাধার সম্মুখিন হন। বিভাগে গিয়ে দেখেন পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। এব্যাপারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, দুএকটি বিভাগ ছাড়া অন্যান্য বিভাগে ক্লাস ও পরীক্ষা হয়েছে। একাডেমিক কার্যক্রম চলেছে স্বাভাবিক নিয়মে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top