সকল মেনু

মাগুরায় বর্ষণের কারণে কৃষকের সেচ

 xAgri20131027055434.jpg.pagespeed.ic.dbjQqk-7Qw মাগুরা প্রতিনিধি, ২৭ অক্টোবর :  মাগুরায় বর্ষণের কারণে কৃষকের সেচ খরচ অন্ততঃ ১০কোটি টাকা বেঁচে গেছে। আব্দুল লতিফ মোল্যা (৬২) এক বিঘা জমিতে আবাদ করা আমন ধানের শেষ মুহূর্তের সেচের খরচ যোগাতে হিমশিম খাচ্ছিলেন। এমন সময় কাঙ্খিত অথচ অপ্রত্যাশিত বর্ষণে সিক্ত হয় ফসলের মাঠ। ফলে সেচ না দিয়েই আমন ধান ঘরে তোলার আসা করছেন তিনি। এতে সামনের এক মাসের সেচ খরচ বাবদ প্রায় তিন হাজার টাকা সাশ্রয় হবে। শুধু আব্দুল লতিফ মোল্যা নন, শেষ কার্তিকের ভারি বর্ষণে মাগুরার দুই লাখ চাষির প্রায় দশ কোটি টাকা সাশ্রয় হবে। কৃষি বিভাগ জানায়, মাগুরায় লক্ষমাত্রার তুলনায় অধিক জমিতে রোপা আমন ধান চাষ হয়েছে। চলতি মৌসুমে জেলার চার উপজেলায় কৃষি সম্প্রসারণ বিভাগের লক্ষমাত্রা ৫৩ হাজার ২১৯ হেক্টর জমিতে ১ লাখ ৪২ হাজার ৬৬৮ মেট্রিক টন চাল উৎপাদন। বৃষ্টির মৌসুমে চাহিদা অনুযায়ি বৃষ্টি হয়নি। শেষ কার্তিকের বৃষ্টি পুষিয়ে দিয়েছে কৃষকের চাহিদা। গত এক সপ্তাহ জুড়ে বৃষ্টিতে কৃষি ও কৃষকের ব্যাপক উপকার হয়েছে বলে জানা গেছে। কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, মাগুরা ও আশপাশের এলাকায় ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিকে গত কুড়ি বছরের মধ্যে বিরল বৃষ্টিপাত বলে আখ্যায়িত করছেন আবহাওয়াবিদরা। আমন ধান উঠতে গড়ে আরো এক মাস সময় লাগবে। এতে এক একর জমির আমন ধানের সেচ দিতে প্রতিদিন কমপক্ষে আড়াই লিটার ডিজেল প্রয়োজন হয়। এতে ধান কাটার আগ পর্যন্ত দুই দিন পর পর সেচ দিতে একর প্রতি ৩০লিটার ডিজেল প্রয়োজন হবে। প্রতি লিটার ৬২ টাকা হিসেবে দাম এক হাজার ৮৬০ টাকা। মৌসুমি বৃষ্টির কারণে কৃষকের সেচের পুরো টাকাটাই সাশ্রয় হবে। এতে জেলার দুই লাখ বোরো চাষির প্রায় দশ কোটি টাকা সাশ্রয় হবে। সদরের প্রবীন কৃষক আলীমুজ্জমান (৭২) জানান, শেষ কার্তিকে এমন বর্ষণ আমরা ২০বছর আগে দেখেছি। বালিদিয়ার কৃষক ফরিদ মোল্যা ও আহাদ মোল্যা বলেন, বৃষ্টিতে আমাদের একরে ৩০লিটার ডিজেল সাশ্রয় হবে। এতে বেঁচে যাবে দরিদ্র অসংখ্য কৃষক।
মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোকলেসুর রহমান জানান, শেষ কার্তিকের বৃষ্টিতে অনেক জায়গায় আমন ধানে আর নতুন সেচের প্রয়োজন হবে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top