সকল মেনু

মুসলিমদের দিকে হাত বাড়ালেন মোদী

x920131027123857.jpg.pagespeed.ic.aqnW_p3skY নিজস্ব প্রতিবেদক, কলকাতা, ২৭ অক্টোবর:  ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনায় গান্ধী ময়দানের সভামঞ্চ থেকে হিন্দু-মুসলিমকে একজোট হয়ে দারিদ্র দূরীকরণের বিরুদ্ধে লড়াই করতে হবে। বললেন, ভারতের বিজেপি দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। ভারতের আর্থিক দূর্দশা কাটাতে ‘অর্থনৈতিক উন্নয়ন’ এর মাধ্যমে সমাধানের কথা বললেন তিনি। রোববার ভিড়ে ঠাসা সমাবেশে গান্ধী ময়দান থেকে তিনি এ কথা বলেন। নীতীশ কুমারের বিহারে এসে গান্ধী ময়দানের সভামঞ্চ থেকে সরাসরি তাঁকেই আক্রমণ করলেন বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী হুঙ্কার দিয়ে বলেন, “আমাকে অনেকে প্রশ্ন করে, বিহারের মুখ্যমন্ত্রী কেনো আমাদের ছেড়ে চলে গেলেন? আমি বলি, যিনি জয় প্রকাশ নারায়ণকে ছেড়ে যান তিনি বিজেপির সঙ্গে থাকতে পারবেন না।” তাঁর অভিযোগ, নীতীশ ‘হিপোক্রিট’, ‘ভণ্ড’ সমাবেশে আগত জনসমাগমে তিনি বলেন, “একবছর আগে প্রধানমন্ত্রী মনমোহনের দেওয়া ভোজের আসরে আমি ও বিহারের মুখ্যমন্ত্রী পাশাপাশি বসে আছি। খেয়াল করলাম উনি খাবার খাচ্ছেন না। প্রথমটায় আমি একটু ঘাবড়ালাম। পরে খেয়াল হল তখন আমি ওনাকে বললাম, এখানে কোনো ক্যামেরা নেই। আপনি খেতে পারেন।” ২০১৪-র আগে বিহারের মাটিতে সবচেয়ে বড় সমাবেশটা যে মোদীই করে গেলেন তা নিয়ে সন্দেহ নেই। কিন্তু মোদীর আজকের সমাবেশ নির্বাচনী প্রচার কর্মসূচির আর অন্য সব সমাবেশের থেকে যে আলাদা! সভামঞ্চে আসার অনেক আগেই বারবার বিস্ফোরণে কেঁপে উঠল বিহার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top