সকল মেনু

হরতালের প্রথম দিনেই বগুড়ায় অচলাবস্থা

image_21960 বগুড়া অফিস,২৭ অক্টোবর:  ১৮ দলের টানা ৬০ ঘন্টার হরতালের প্রথম দিনেই বগুড়ায় অচলাবস্থার সৃষ্টি হয়। হরতালকে কেন্দ্র করে বগুড়ায় কোন সহিংস ঘটনা না ঘটলেও বগুড়া শহর ছিল ১৮ দলের নেতাকর্মীদের দখলে। সরকারি দলের নেতাকর্মীরা মাঠে নামেনি, তাদের অফিসেও সারাদিন ছিল তালা। হরতালের শুরু থেকে শহরের প্রধান সড়ক ছাড়াও পাড়া মহল্লায় নির্বিঘেœ পিকেটিং করেছে হরতাল সমর্থকরা। যানবাহন চলাতো দুরের কথা একটি বাই সাইকেলও চলতে দেয়নি পিকেটাররা। হরতাল চলাকালে শহর জুরে ব্যাপক পুলিশ থাকলে তাদের ভ’মিকায় ছিল শিথীলতা। একারনে হরতাল সমর্থকরা যে যেখানে সুযোগ পেয়েছে সেখানেই পিকেটিং করেছে। পিকেটারদের তৎপরতায় বিভিন্ন পাড়া মহল্লাতে মুদি দোকানও খুলতে পারেনি কেউ। সরকারি অফিস আদালত খোলা থাকলে প্রধান ফটক ছিল বন্ধ। ব্যাংক বীমা ও আর্থিক প্রতিষ্ঠান গুলোর প্রধান দরজা খুলতে পারেনি পিকেটারদের ভয়ে। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে কোন ক্লাশ হয়নি। বগুড়ার কাহালু রেলস্টেশনে হরতাল সমর্থকরা পদ্মরাগ ট্রেনের হুস পাইপ খুলে নেয়ায় ট্রেনটি সেখানে আটকা পড়ে থাকায় সান্তাহার-বোনারপাড়া রুটে আজ সারাদিন ট্রেন চলাচল বিঘœন ঘটে। শহরের বিভিন্ন স্থানে খন্ড খন্ড মিছিল করেছে হরতাল সমর্থকরা। আর ১৮দলের ছাত্র ও যুবসংগঠনের নেতাকর্মীরা পুলিশের সামনেই হরতালের পক্ষে বিশাল মিছিল করেছে। এসময় পুলিশ তাদেরকে কোন বাধা দেয়নি। শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। এরমধ্যে জজ আদালত ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনেও ২টি ককটেল বিস্ফোরন ঘটে। সকালে শহরের হাকির মোড়ে একটি মটর সাইকেল পুড়িয়ে দেয়া হয়। হরতালের আগের রাতে আতংক সৃষ্টি করতে শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক ককটেল বিস্ফোরন ঘটানো হয়। এরমধ্যে জেল সুপারের বাস ভবনের সামনে ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরন ঘটে। শনিবার সন্ধ্যায় বাঘোপাড়া এলাকা একটি ট্রাকে অগ্নি সংযোগ করা হয় এবং মহাসড়কে ব্যাপক যানবাহন ভাংচুর করা হয়। আজ বিকেল ৩টার দিকে ১৮ দলীয় জোটের একটি বিশাল মিছিল শহরের সাত মাথায় অবস্থান নেয়। এসময় মিছিলকারীদের হাতে হাতে লাঠি দেখা গেছে। হরতালের সমর্থনে সাতমাথায় জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ হয়। সমাবেশ চলাকালে আওয়ামীলীগ অফিসে হামলার আশংকায় পুলিশ আওয়ামীলীগ অফিস ঘিরে রাখে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top