সকল মেনু

বাংলাদেশী ১ গরু ব্যবসায়ীকে অপহরণ করেছে বিএসএফ

Shimanta-Main মো.নুরুন্নবী বাবু.দিনাজপুর প্রতিনিধি ২৭ অক্টোবার : বিএসএফ বাংলাদেশী নাগরিক গরু ব্যবসায়ী সানোয়ার হোসেন (৪৫)কে অপহরণ করে ভারতে নিয়ে গেছে। বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান আলী জানান, রোববার ভোর ৬ টায় বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত এলাকা থেকে বাংলাদেশী গরু ব্যবসায়ী সানোয়ার হোসেন (৪৫)কে বিএসএফ সদস্যরা জোরপূর্বক ধরে নিয়ে গেছে। সানোয়ার গত শনিবার বিকেলে বাংলাদেশ থেকে ভারত সীমানায় গরু নিয়ে আসার জন্য প্রবেশ করেছিল। রোববার ভোর ৬ টায় সীমান্ত পিলার নং ২৯১ এর সাব পিলার ৩ স্থান দিয়ে বাংলাদেশে প্রবেশ করার পথে বিএসএফ তাকে জোর পূর্বক ধরে নিয়ে যায়। অপহৃত সানোয়ার বিরামপুর উপজেলার কেশবপুর গ্রামের কোবাত আলীর পুত্র। ফুলবাড়ী ৪০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান, বাংলাদেশী নাগরিককে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার ভীমপুর বিএসএফ ক্যাম্পে ধরে নিয়ে গেছে। ওই বাংলাদেশী নাগরিকের কি অপরাধ তা জানতে এবং তাকে বিজিবি’র হাতে সোপর্দ করতে পতাকা বৈঠকের প্রস্তাব দেয়া হয়েছে। ৯৬ বিএসএফ’র ভীমপুর ক্যাম্পের এক কর্মকর্তা সানোয়ারকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। আজ সোমবার উভয় পক্ষ পতাকা বৈঠকে বসবেন বলে জানানো হয়েছে।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top