সকল মেনু

পিরোজপুরে বিএনপি আওয়ামীলীগ সংঘর্ষে নিহত১, আহত ১৯

02 কবির হোসাইন, পিরোজপুর প্রতিনিধি:  পিরোজপুরের জিয়ানগরে হরতালকারীদের ধারালো অস্ত্রের আঘাতে স্বপন শীল নামের এক যুবলীগ কর্মী নিহত ও ২ জন আহত হয়েছে। এদিকে পিরোজপুর সদরসহ ৩ উপজেলায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৩০ রাউন্ড গুলি চালায়। এতে ২ জন আহত হয়েছেন। হরতালে পিরোজপুর সদর ও জিয়ানগর এলাকার একাধিক রাস্তা কেটে ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ তৈরী করেছে হরতালকারীরা। আজ রোববারসকাল ৯ টায় পিরোজপুর সদরের ভৈরমপুর এলাকায় হরতালকারীরা পিরোজপুর-নাজিরপুর সড়কে বেইলী ব্রিজের প্লেট খুলে, টায়ার জ্বালিয়ে ও গাছ কেটে রাস্তা অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পিকেটারদের ধাওয়া করলেও পিকেটাররা পিছু না হটলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৬ রাউন্ড গুলি চালায়। এতে ২ পিকেটার আহত হয়। পরিস্থিতি আরো খারাপ হতে থাকলে ওই এলাকায় র‌্যাব ও দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। তাতেও হরতালকারীরা না সরলে আরো ৭ রাউন্ড গুলি চালায় পুলিশ। সেখানে এখন উত্তেজনা বিরাজ করছে। এদিকে জেলার নাজিরপুরে ১৮ দল পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল বের করলে পুলিশ ৩ রাউন্ড গুলি ও ৪ রাউন্ড টিয়ার শেল ছোড়ে। এ ছাড়া পিরোজপুর শহরে বিএনপি সকাল থেকেই খন্ড মিছিল করতে থাকে। প্রতিবাদে যুবলীগ ও ছাত্রলীগ শহরে মিছিল ও সমাবেশ করে। পরে ২ দলের সংঘর্ষ বাধে। এতে ১৯ জন াাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৫ রাউন্ড গুলি ছোড়ে। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এদিকে ভোররাতে হরতালকারীরা জিয়ানগর উপজেলার জিয়ানগর-বালিপাড়া সড়কে রাস্তার পাশের গাছ কেটে রাস্তায় ফেলে সড়ক অবরোধ তৈরী করে। তাছাড়া তারা জিয়ানগরের মধ্য ইন্দুরকানী গাজী বাড়ির সামনে রাস্তা কেটে সড়ক অবরোধ তৈরী করে। এদিকে আজ ভোর রাত ৪ টার দিকে হরতালকারীরা বালিপাড়া এলাকায় স্বপন শীল নামের একজনকে কুপিয়ে আহত করে। পরে তাকে খুলনা হাসপাতালে নেয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ ছাড়া চর বলেশ্বর এলাকায় বাপ্পি মোল্লা ও তার বাবা আলাউদ্দিন মোল্লাকে কুপিয়ে াাহত করে হরতালকারীরা। এদিকে পিরোজপুর সদরে পিরোজপুর-শ্রীরামকাঠী সড়কের তেজদাসকাঠী এলাকায় রাস্তা কেটে সড়ক অবরোধ তৈরী করেছে হরতালকারীরা।

এদিকে নাজিরপুরে হরতালকারীদের লাঠির আঘাতে আহত হয়েছেন এক সাংবাদিক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top