সকল মেনু

সাতক্ষীরায় সংঘর্ষে পুলিশসহ আহত ১০

indexসাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় আশাশুনির বড়দাল এলাকার গোয়ালডাঙ্গা বাজারে হরতাল সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের এসআই হাফিজ ও দুই কনষ্টবলসহ ১০ পিকেটার আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে এলাকার কয়েকশ’ মহিলা পিকেটার সড়ক অবরোধ করে পিকেটিং শুরু করলে সংঘর্ষের সূত্রপাত। এক পর্যায়ে মহিলারা ঝাঁটা, জুতা,ব টি নিয়ে পুলিশের দিকে তেড়ে গেলে পুলিশ পিছু হটে।এদিকে ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে হরতালের কারণে পণ্যবাহী কোন ট্রাক বন্দর ছেড়ে বের হচ্ছে না।অপরদিকে কদমতলা ও বাঁকাল চেকপোষ্ট এলাকায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে হরতাল সমর্থকরা। জেলাতে সব ধররের যানচলাচল বন্ধ রয়েছে। সকাল ৬ টার দিকে একযোগে জেলার ২৫টি স্থানে হরতালের সমর্থনে পিকেটিং করে হরতাল সমর্থকরা। সকালে শহরের সবকটি প্রবেশমুখে তারা কাঠের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে রাখে। পিকেটাররা সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া ও কদমতলা বাজার এলাকা অবরোধ করে পিকেটিং করে। সকাল সাড়ে ৯ টার দিকে শহরের নিউমার্কেট এলাকায় হরতালের সমর্থনে পিকেটিং করে ১৮ দল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top