সকল মেনু

ইবিতে ছাত্রদল ও ছাত্রলীগের পাল্টাপাল্টি মিছিল

1a8a55b839f3904ea272c7d7dd9717ac_XL কাঞ্চন কুমার, কুষ্টিয়া:  ১৮ দলের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল ও ছাত্রলীগ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল করে তারা। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ছাত্রদল হরতালের পক্ষে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিশ্ববিদ্যালয় অনুষদ ভবনের সামনে থেকে ছাত্রদলের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক রাশেদের নেতৃত্বে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ওই স্থানে এসে শেষ হয়। এদিকে, দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক শামীম হোসেন খান ও যুগ্ম আহ্বায়ক আবু জর গিফারী গাফ্ফারের নেতৃত্বে হরতালের বিপক্ষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে শুরু হয়ে শেখপাড়া বাজার হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। তবে, এ সময় তাদের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন জানান, ক্যাম্পাসে মিছিল-মিটিংয়ের ওপর কোনো নিষেধাজ্ঞা না থাকায় উভয় দলকেই আলাদা সময়ে মিছিলের অনুমতি দেওয়া হয়। তবে, বিশৃঙ্খলা রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন তৎপর রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top