সকল মেনু

“কুড়িগ্রামের উলিপুরে আনসার ও ভিডিপি’র উপজেলা সমাবেশ/২০১৩ অনুষ্ঠিত”

SAM_3321 (1) হটনিউজ ডেস্ক:  বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দলদলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা সমাবেশ/২০১৩ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আনসার ও ভিডিপি কুড়িগ্রামের উপ-পরিচালক ও জেলা কমান্ড্যান্ট মোঃ আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, উলিপুর শাখার ব্যবস্থাপক আবু সালেহ মোঃ বাইজিদ হোসাইন, উলিপুর উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, দলদলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুন্নবী। অন্যান্যদের উপস্থিত ছিলেন উলিপুর উপজেলার উপজেলা প্রশিক্ষিকা বকুল রানী; কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি দপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর গোলাম মোস্তফা রাঙ্গা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন “সকল প্রকার অপরাধমুক্ত, ক্ষুদা ও দারিদ্রমুক্ত আলোকিত সমাজ গঠনে যুগের উপযোগী ভূমিকা পালনের জন্য এই সমাবেশ ও প্রশিক্ষণকে প্রশিক্ষণার্থীদের কাজে লাগাতে হবে” অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রশিক্ষক মোঃ নুরুজ্জামান সরকার। একই দিনে উক্ত গ্রামে দশদিন মেয়াদি গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানও অনুষ্ঠিত। এতে উক্ত গ্রামের মোট বত্রিশ জন নারী ও বত্রিশ জন পুরুষ সদস্য অংশগ্রহণ করেন। এছাড়াও উপজেলা সমাবেশে একশত ছত্রিশ জন সদস্য-সদস্যা অংশ গ্রহণ করেন। ভাল কাজের জন্য দশ জন সদস্য-সদস্যাকে পুরস্কার প্রদান করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top