সকল মেনু

চলে গেলেন সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী

কামাল চৌধুরী20131026025828 নিজস্ব প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম, ঢাকা, ২৬ অক্টোবর :  সাংবাদিক ও কলামিস্ট গিয়াস কামাল চৌধুরী মৃত্যুবরণ করেছেন। শনিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। তিনি ভয়েস অব আমেরিকার ঢাকা সংবাদদাতা হিসেবে বাংলাদেশের গ্রামে-গঞ্জে ব্যাপক পরিচিত ছিলেন। বিভিন্ন সময় তিনি ডিইউজে, বিএফইউজে ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। বাংলাদেশের একজন কূটনীতিক হিসেবে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনে দায়িত্ব পালন করেছেন গিয়াস কামাল চৌধুরী। তিনি মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর একনিষ্ঠ অনুসারী হিসেবে পাকিস্তান আমলে গণতান্ত্রিক ও স্বায়ত্তশাসন আন্দোলনে অংশ নিয়ে বহুবার কারাবরণ করেন। ২০১১ খ্রিস্টাব্দে তিনি দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন যা তাঁর স্মৃতিশক্তি ও স্বাভাবিক জীবনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। শনিবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top