সকল মেনু

নেত্রকোনায় বিএনপির ঝটিকা মিছিল থেকে বাস ভাংচুর

images (3) নেত্রকোনা প্রতিনিধি:  নেত্রকোনায় বিকেল সাড়ে তিনটার দিকে জেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে শহরের পারলা এলাকায় বিএনপির কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে বাস ভাংচুর করেছে। এসময় মিছিলকারীরা নেত্রকোনা –ময়মনসিংহ সড়কের ওপর নেত্রকোনাগামী মহুয়া এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে। পরে পুলিশের ধাওয়ায় মিছিলকারীরা পালিয়ে যায় বলে জানান নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মফিজুল ইসলাম।

নেত্রকোনা পৌরসভা এলাকায় জন সাধারনের জান মালের নিরাপত্তা রক্ষায় শুক্রবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

ওসি আরো জানান,, জেলা বিএনপি নেত্রকোনা পৌর শহরের মোক্তারপাড়ার পুরাতন কালেক্টরেট ভবনের সামনে শুক্রবার দুপুর ১২টায় সমাবেশ ডাকে। একই সময়ে এই সমাবেশ স্থলের কাছাকাছি কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে জেলা আওয়ামীলীগও সমাবেশ আহ্বান করে। এতে আইন শৃঙ্খলা অবনতির আশংকায় ১৪৪ ধারা জারি করা হয়।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top