সকল মেনু

পুলিশের ডিসি ও এডিসির বিরুদ্ধে মামলা খারিজ

 download (3)আদালত প্রতিবেদক:  খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় ঢাকার মহানগর পুলিশের (মতিঝিল জোন) উপ-কমিশনার ও অতিরিক্ত উপ-কমিশনার মেহেদী হাসানসহ ত্রিশ জনের বিরুদ্ধে বিএনপিপন্থী এক আইনজীবীর দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে আদালত। কর্তৃপক্ষের অনুমোদন না থাকায় আদালত সরাসরি এ মামলাটি খারিজ করে দেয়। আদেশে বলা হয়, আসামিরা সবাই সরকারি কর্মকর্তা-কর্মচারী। সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। এ ক্ষেত্রে তা নেওয়া হয়নি বিধায় ফৌজদারি কার্যবিধির ১৯৭ (১) ধারায় মামলাটি খারিজ করা হলো। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম হারুন অর রশীদের আদালতে সকালে মামলাটি করেন বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক খোরশেদ আলম। শুনানি শেষে দুপুরে মামলাটি খারিজ করে দেয় আদালত। মামলায় অভিযোগ করা হয়, গত ২১ অক্টোবর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার গাড়ি বহরে দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের আসামিরা মারধর ও হত্যার চেষ্টা করে। আসামিরা অন্যায়ভাবে খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীদের মারধর করে। নয়াপল্টনে পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে সুলতান সালাউদ্দিন টুকুসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করে। ওই মামরায় টুকুকে রিমান্ডেও পাঠিয়েছে আদালত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top