সকল মেনু

বগুড়ায় ১৪৪ ধারা ভঙ্গ করে ১৮ দলের জনসভা করার ঘোষনা

download (2) বগুড়া অফিস ২৪-১০-১৩ :  বগুড়া জেলা প্রশাসনের জারী করা ১৪৪ ধারা ভঙ্গ করে যেকোন মুল্যে জনসভা করার ঘোষনা দিয়েছে বগুড়া জেলা ১৮ দলীয় জোট। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে জোট এক সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন জোট নেতারা। জেলা ১৮ দলীয় জোটের আহবায়ক ও জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন , বিগত ৫ বছর আমরা সব সময় শান্তিপূর্ণ কর্মসূচী পালন করে এসেছি। এবারও শান্তিপূর্ণ কর্মসূচী পালন করার উদ্দেশ্যে শুক্রবার বিকেল ৩টায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভা আহবান করা হয়েছে। এজন্য সকল প্রকার নিয়ম কানুন মানা হয়েছে এবং প্রশাসনের সর্বস্তরে চিঠি দিয়ে জানানো হয়েছে। তিনি বলেন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচী বানচাল করতে আওয়ামীলীগ বুধবার সন্ধ্যায় একই স্থানে জনসভা আহবান করে। একারনে জেলা প্রশাসন শহরে ১৪৪ ধারা জারী করে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে। তিনি বলেন, শুক্রবার বিকেল ৩টায় পুর্ব ঘোষিত জনসভার কর্মসূচী যেকোন মুল্যে আলতাফুন্নেছা খেলার মাঠে সফল করা হবে। আওয়ামীলীগকে আর ছাড় দেয়া হবেনা। এজন্য আমাদের নেতাকর্মীরা প্রস্তুত। জনসভা করতে যত মুল্য দিতে হয় আমরা দিব। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা জামায়াতের আমীর মোঃ শাহাবুদ্দিন , নায়েবে আমীর মাওলানা আলমগীর হুসাইন, জেলা জাগপার সভাপতি আমির হোসেন মন্ডল, ইসলামী

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top