সকল মেনু

৪টি ভবন মাত্র ৪০হাজার টাকায় বিক্রি

 imagesস্টাফ রির্পোটার ,ভাংগা ফরিদপুর:   চারটি স্কুলের মূল্য৪০হাজার টাকা ! ফরিদপুর ভাংগা উপজেলার ৪টি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন নাম মাত্র মূল্যে বিক্রি করে দিয়েছে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রশাসন ।প্রায় ৪০হাজার লাখ টাকার সম্পদ মাত্র ৪০ হাজার টাকায় বিক্রির প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসি । সেই সাথে উপজেলা চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান স্ব-স্ব স্কুলের ম্যানেজিং কমিটি মঙ্গলবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা র্মকর্তাকে নাজেহাল করেছে।এলাকাবাসির তোপের মুখে অবশেষে ১টি স্কুল রক্ষা হয়েছে বাকী ৩টি স্কুল ভেঙ্গে নিয়েছে নিলাম ক্রয কারীরা ।পুজা ও ঈদেও ছুটিকে কাজে লাগিয়ে একটি মহল গোপনে কাজটি করার অভিযোগ উঠেছে। পরিচ্ছিতি বেগতিক দেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ১টি স্কুলের নিলাম বাতিল করেন। জানা গেছে ভাঙ্গা উপজেলার পুরাতন প্রাথমিক বিদ্যালয়ের ভবন গুলো অতি গোপনে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঃরহিম মিয়া ও তার সমমনা কতিপয় ব্যাক্তিকে নিয়ে নিলাম করেছেন । গন মাধ্যমে বিজ্ঞপ্তি বা কোন প্রকার মাইকিং ছাড়া অতি গোপনে নিলাম প্রক্রিয়া সম্পন্ন করেন । উপজেলা কার্যালয়ে জনাকীর্ন ব্যাক্তিদের নিয়ে গোপনে কাজটি করেন । চারটি স্কুলের মূল্য ৪০ হাজার এবং দ্রুত তা ভেঙ্গে নেওয়ার জন্য নিলাম প্রাপ্তদেও তাগিত দেয়।ডনলাম প্রাপ্তরা স্কুল বন্ধ থাকায় গত কয়কদিনের স্কুলগুলো ভেঙ্গে নিয়ে যাওয়ার প্রাক্কালে এলাকাবাসির বাধার মুখে পড়ে ।ততক্ষনে ছিলাধরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় পল্লীবেড়া সরকারী বিদ্যালয় জান্দি সরকারী বিদ্যালয় নিলাম কারীরা ভেঙ্গে নিয়ে যায় ।গত রববার ১৭নং সুলনা সরকারী বিদ্যালটি জনৈক নিলামকারী ভাঙ্গতে গেলে শ্ষিক ও ম্যানেজিং কমিটি বাধার মুখে পড়ে । ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গির আলম বলেন স্কুলটি আমাদের ছেলেমেয়েদেও পড়ার উপযোগী তাছাড়া স্কুল বিক্রি হয়েছে তা আমরা কেউ জানিনা । স্কুলটির প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন আমরা স্কুলে সর্বমোট ৬১৩জন শিক্ষার্থী রয়েছে এমনিতেই এদের পাঠ দান দিতে আমা হিমসিম খাচ্ছি তার উপর কাউকে কিছু না জানিয়ে ¯কুল বন্ধ থাকার সুবাদে অর্থ লোভী কিছু কমর্মকর্তা হীন এ কাজটি করেছে। উপজেলা চেয়ারম্যান সুধীন সরকার মঙ্গল জানান আমি উপজেলার পরিষদের চেয়ারম্যান অথচ আমাকে কিছু না বলে কার সার্থে ৪০লাখ টাকা সরকারী সম্পদ মাত্র ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে । আমি যাথাযত কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা গ্রহনের জন্য সুপরিশ করা হয় । উপজেলার ভাইস হেচয়ারম্যান এনামুল কবির অপু জানান উপজেলার মধ্যে এমন কিছু কর্মকান্ড হচ্ছে তা সহ্যের সীমারেখা অতিক্রম করেছে । জনগন আমাদের ভোট দিয়ে তাহলে কি জন্য এখানে বসিয়েছে। সরকারী একজন কর্মকর্তা বিশেষ কায়কে খুশি করার জন্য এ সব অপকর্ম করবেন এটা হতে পারে না এদিকে অভিযুক্ত শিক্ষাকর্মকর্তা আঃ রহিম বলেন , আমি আমার উর্দ্ধতন কর্তৃপক্ষেও সাথে আলাপ আলোচনা করে বিধি মোতাবেগ নিলাম দিয়েছে । সাংবাদিকেদের প্রশ্ন ছিল ৪০ লাখ টাকার সম্পদ মাত্র ৪০ হাজার টাকায় বিক্রির এমন নজির ভাঙ্গায় আপনিই প্রথম জবাবে সে বলেন আপনাদেও যাবলার উপজেলা নির্বাহীর কর্মকর্তা বলুন। স্থানীয় সাংবাদিকবৃন্দ উপজেলা নির্বাহীর কর্মকর্তা গাজী মোঃ আসাদুজ্জামান কবির সাথে কথা বলেন তিনি জানান নিলাম গুলো নিয়ম মাফিক হয়েছে তবে লাকারবাসীর আপত্তীর মুখে সুলনা স্কুলটির নিলাম বাতিল করা হয়েছে । স্থানীয় সুশীল সমাজ ও ভিভাবকদেও দাবী অনতিবিলম্বে দায়ীদেও বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করে কোমল মতি শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য উর্দ্ধর্তন কর্তৃপক্ষেও দ্রুত হ্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top