সকল মেনু

পরাগ অপহরণ মামলা, বারো জনের বিচার শুরু

 Porag-mondal-1511আদালত প্রতিবেদক:  ছয় বছরের শিশু পরাগ অপহরণ মামলায় প্রধান আসামি মুক্তার হোসেন আমিরসহ বারো জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। গতকাল বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সাদিকুল ইসলাম তালুকদার এ আদেশ দেন। মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৪ নভেম্বর দিন রেখেছেন বিচারক। যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এরা হলেন মুক্তার হোসেন আমির, আলামিন, জাহিদুল ইসলাম, মোহাম্মদ আলী রিফাত, কালাচানা, মামুন মিয়া, বিউটি আক্তার, শাকিল ও আবুল কাশেম, মো. আকাশ, মো. সুলতান ও মো. ওয়াসিম। মামলায় সাক্ষী করা হয়েছে ৪৮ জনকে। আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরাণীগঞ্জ থানার পরিদর্শক মনিরুল ইসলাম গত ২৩ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০১২ সালের ১১ নভেম্বর রাজধানীর অদূরে কেরাণীগঞ্জের সুভাঢ্যা পশ্চিমপাড়ার বাসার সামনে ৬ বছরের শিশু পরাগ ম-লকে তার মায়ের কোল থেকে অপহরণ করে দুর্বৃত্তরা । অপহরণের দুই দিন পর গত বছরের ১৩ নভেম্বর কেরাণীগঞ্জের আঁটিবাজার এলাকা পরাগকে উদ্ধার করা হয় ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top