সকল মেনু

ঢাকা টেস্ট তৃতীয় দিন, মাঠের লড়াই হচ্ছে সেয়ানে-সেয়ানে

xDhaka-Test20131023004958.jpg.pagespeed.ic.SFqyBQhAXd স্পোর্টস রিপোর্টার, ঢাকা, ২৩ অক্টোবর: ঢাকা টেস্টের প্রথম দুই দিনের শেষ সেশন বৃষ্টির কারণে বন্ধ হয়ে যাবার কারণে ম্যাচের নিয়ন্ত্রণ কোন দলের হাতে সেটা বলা এখন কষ্টসাধ্য। মাঠের লড়াই হচ্ছে সেয়ানে-সেয়ানে। বুধবার ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা সকাল সাড়ে নয়টার পরিবর্তে নয়টায় শুরু হবে। ম্যাচটি গাজী টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। বাংলাদেশের প্রথম ইনিংসের করা ২৮২ রানের জবাবে নিউজিল্যান্ড দ্বিতীয় দিনের চা-বিরতী পূর্ব পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে। ১৭৫ রানে পিছিয়ে রয়েছে অতিথীরা। রস টেইলরের (৩৭) সঙ্গে অপরাজিত আছেন কেন উইলিয়ামসন (২৮)। তবে তৃতীয় দিনে নিউজিল্যান্ডকে ৩০০ রানের মধ্যে আটকে ফেলার পরিকল্পনা করছে বাংলাদেশ শিবির। দ্বিতীয় দিনের সংবাদ সম্মেলন শেষে সাকিব দলের হয়ে এ কথা জানান। তবে এজন্য তৃতীয় দিনের শুরুতেই রস টেইলর ও কেন উইলিয়ামসনকে দ্রুত ফেরাতে হবে বলে মনে করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। কেন উইলিয়ামসন ও রস টেলরকে ফিরিয়ে দেয়াটাই বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ বলে মনে করছেন সাকিব। তিনি বলেন, “টেইলর ও উইলিয়ামসনকে যতো দ্রুত সম্ভব আউট করতে হবে। এরপরও ওদের ব্যাটসম্যান আছে। কিন্তু এই দুটো উইকেট খুব গুরুত্বপূর্ণ। আমরা দুটো উইকেট তাড়াতাড়ি নিয়ে নিতে পারলে সবই সম্ভব। এমনকি দু`শো রানের মধ্যেও আটকানো সম্ভব। সেটা করতে পারলে আমাদের জয়ের সুযোগ থাকবে।”

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top