সকল মেনু

বিএনপি সংসদে যাচ্ছে

  xbnp-parliament20131022110519.jpg.pagespeed.ic.HCxAp3sZjPআছাদুজ্জামান, ঢাকা ২২ অক্টোবর:  একের পর এক নাটকীয় মোড় নিচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। দৃশ্যপটে যোগ হচ্ছে নতুন নতুন চিত্র। নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপিকে সংসদে এসে রূপরেখা দেয়ার আহবান জানিয়ে আসছিলো ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ ব্যাপারে বিএনপি বরাবরই বলে আসছে সংসদে গিয়ে রূপরেখা দিলেই তা কন্ঠভোটে নাকচ হয়ে যাবে। এজন্য সংসদে অথবা বাইরে সংলাপের মাধ্যমে নির্বাচনকালীন সরকার ব্যবস্থার পক্ষে বলে আসছে দলটি।

কিন্তু দিন যত যাচ্ছে ততই পাল্টে যাচ্ছে রাজনৈতিক দৃশ্যপট। এবার সংসদে যাচ্ছে বিএনপি। শুধু তাই নয়, সংসদের তারা নির্বাচনকালীন সরকারের রূপরেখা উপাস্থাপন করতে পারে এমন আভাস দিয়েছে দলের নির্ভরযোগ্য সূত্র। এজন্যে আজ রাত ৮টায় গুলশানের দলীয় কার্যালয়ে ১৮ দলীয় জোটের দলীয় সংসদ সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে ডেকেছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগামীকাল বুধবার বিকেল ৪টায় বসছে সংসদ অধিবেশন। এ অধিবেশনে দলটির যোগ দেয়া এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনাসহ সাংসদদের জন্য সুষ্পষ্ট দিক নির্দেশনা আসবে আজকের বৈঠক থেকে। এছাড়া স্থায়ী কমিটি এবং শরিকদের সাথে বৈঠকের সিদ্ধান্তগুলোও জানানো হবে তাদের। সূত্র জানায়, চলতি অধিবেশনে বিএনপি যোগ দেবে-এমন সিদ্ধান্ত গত শনিবার স্থায়ী কমিটির বৈঠক এবং রোববার শরিকদের সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে। মূলত দলটির রাজনৈতিক পরিকল্পনার অংশ হিসেবেই সংসদে যাচ্ছেন বিরোধীদলের এমপিরা। জানতে চাইলে বিরোধীদলীয় চিফ হুইফ জয়নাল আবদিন ফারুক রাইজিংবিডিকে বলেন, “আগামীকালের অধিবেশনে বিএনপি যোগ দিতে পারে। তবে আজ রাতে (মঙ্গলবার) চেয়ারপারসনের সাথে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে সবকিছুই নির্ভর করছে ম্যাডামের সিদ্ধান্তের উপর।” নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ৩৭ জন (সংরক্ষিত আসনসহ), জামায়াতের ২ জন, বিজেপির ১ জন এবং এলডিপির ১ জন নির্বাচিত সংসদ সদস্য রয়েছেন।

এরা হলেন মোঃ মোজাহার আলী প্রধান (জয়পুরহাট-১), ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা (জয়পুরহাট-২), এ কে এম হাফিজুর রহমান (বগুড়া-২), আবদুল মমিন তালুকদার (বগুড়া-৩), ইঞ্জিঃ জেড আই এম মোস্তফা আলী (বগুড়া-৪), ব্যারিস্টার মওদুদ আহমেদ (বগুড়া-৬), ব্যারিস্টার জমির উদ্দিন সরকার (বগুড়া-৭), মিসেস রুমানা মাহমুদ (সিরাজগঞ্জ-২), মোঃ আমজাদ হোসেন (মেহেরপুর-২),নজরুল ইসলাম মঞ্জু (খুলনা-২), আলহাজ্ব মেজবাউদ্দিন ফরহাদ (বরিশাল-৪), এ্যাডঃ মজিবর রহমান সরওয়ার (বরিশাল-৫), এম কে আনোয়ার (কুমিল্লা-২), কাজী শাহ মোফাজ্জল হোসেন (কুমিল্লা-৩), মোঃ হারুনুর রশিদ (চাদপুর-৪), বেগম খালেদা জিয়া (ফেনী-১), জয়নাল আবদীন (ফেনী-২), মুহাম্মদ মোশারফ হোসেন (ফেনী-৩), ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন (নোয়াখালী-১), জয়নুল আবদীন ফারুক (নোয়াখালী-২), বরকত উল্লাহ বুলু (নোয়াখালী-৩), নাজিম উদ্দিন আহমেদ (লক্ষ্মীপুর-১), মোঃ আবুল খায়ের ভূঁইয়া (লক্ষ্মীপুর-২), শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী (লক্ষীপুর-৩), এ বি এম আশরাফ উদ্দিন লক্ষীপুর-৪), শেখ সুজাত মিয়া (হবিগঞ্জ-১), সালাহ উদ্দিন কাদের চৌধুরী (চট্টগ্রাম ২), জাফরুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম-১৫), মোস্তফা কামাল পাশা (চট্টগ্রাম-১৬), বেগম হাসিনা আহমেদ (কক্সবাজার-১), লুৎফর রহমান কাজল (চট্টগ্রাম-৩), নীলুফার চৌধুরী মনি (পশ্চিম ধানমন্ডি, ঢাকা), রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রান,আশিফা আশরাফী পাপিয়া, মোছাঃ শাম্মী আক্তার।

গত ১৮ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৫টায় ১৯তম অধিবেশন আহবান করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এডভোকেট। নবম জাতীয় সংসদের ১৮টি অধিবেশন পর্যন্ত মোট কার্যদিবস ছিল ৩৯৪টি। আওয়ামীলীগ নেতৃত্বধীন ১৪ দলীয় জোটের উপস্থিতি ৩৯৪  আর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের উপস্থিতি ৭৫ কার্যদিবস। এর মধ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত ছিলেন ১০ কার্যদিবস। সর্বশেষ ১৮তম অধিবেশনেও যোগ দেন তিনি।

এর আগে ৮ম সংসদে প্রধান বিরোধীদল আওয়ামী লীগ মোট ৩৭৩ কার্যদিবসের মধ্যে সংসদ বর্জন করে ২২৩ কার্যদিবস। সংসদ সচিবালয়ের রেকর্ড ঘেঁটে বর্জনের এ তথ্য পাওয়া যায়।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ১৮তম অধিবেশন পর্যন্ত ৩১৯ কার্যদিবস সংসদ বর্জন করে সংসদ বর্জনে রেকর্ড সৃষ্টি করেছে বিএনপি। অতীতে কোনো বিরোধীদলের এতো দীর্ঘ সময় সংসদ বর্জনের রেকর্ড নেই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top