সকল মেনু

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালকসহ আট জনকে আসামি করে মামলা

Mamla 12320130729070002  নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২২ অক্টোবর : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক মিজানুর রহমান শহিদ, পটুয়াখালী সদর সার্কেলের উপ-পরিদর্শক জিয়াউল ইসলামসহ আটজনকে আসামি করে কলাপাড়া উপজেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে। কলাপাড়া পৌরসভার নতুনপাড়া রাখাইন পল্লীর বাসিন্দা মংচিনথা তালুকদার সোমবার এই মামলাটি করেছেন। তালাবদ্ধ ঘরের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ভাংচুর, আসবাবপত্র তছনছ ও টাকাপয়সা স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ এনে মামলাটি করা হয়েছে। আদালত কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অনুসন্ধান পুর্বক প্রতিবেদন দেয়া নির্দেশ দিয়েছে। মামলায় বলা হয়েছে, গত ৭ অক্টোবর দুপুরে উপরোক্ত আসামিরা রাখাইন মংচিনথা তালুকদারের তালাবদ্ধ ঘরের তালা ভেঙ্গে ভাংচুর, লুটপাট চালায়। এসময় মংচিনথা আনসার ভিডিপির দলপতি হিসাবে দুর্গপুজোর ডিউটিতে ছিলেন। তার স্ত্রী লাচিনো ছেলে অনার্স পড়–য়া উথানকে নিয়ে পরীক্ষার জন্য পটুয়াখালীতে অবস্থান করছিলেন। মংচিনথান ইতোপুর্বে একই অভিযোগ এনে কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। উল্লেখ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মংচিনথাকে আসামি করে একটি মামলা করে। বর্তমানে মংচিনথা গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন। তাকে হয়রানী করতে করা এই মামলাটি মিথ্যা বলে তিনি দাবি করেছেন। মামলায় কলাপাড়া উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা আফজাল হোসেনসহ ১৮ জনকে স্বাক্ষী করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top