সকল মেনু

রাজশাহীতে সাংবাদিক হামলার শিকার

Rajshahi-journalist-bg20131021133337  রাজশাহী অফিস,হটনিউজ২৪বিডি.কম,২২অক্টোবর :  হাসপাতালে রোগী দেখে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে রাজশাহীর স্থানীয় দৈনিক সোনালী সংবাদের স্টাফ রিপোর্টার মো. মাসুদ। সোমবার রাত ১১টার দিকে নগরীর সোনাদীঘির মোড় এলাকায় তিনি এই সন্ত্রাসী হামলার শিকার হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত মাসুদ জানায়, রাতে তিনি তার অসুস্থ শ্বশুরকে হাসপাতালে দেখে ব্যাটারিচালিত অটোরিকশায় করে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। ওই গাড়িতে যাত্রী হিসেবে মহানগরীর রাজারহাতা এলাকার আলী হাসানের ছেলে মাহামুদুল হাসান মুন্নাও ছিল। মুন্না অটোর সামনে বসে থাকা অবস্থায় থুথু ফেললে ওই থুথু মাসুদ ও তার স্ত্রীর শরীরে পড়ে। এ ঘটনার প্রতিবাদ করায় তার সঙ্গে মুন্নার বাকবিতন্ডা হয়। পরে অটোরিকশাটি মহানগরীর সোনাদীঘি মোড় এলাকায় পৌঁছালে ওই থুথু ফেলার প্রতিবাদ করার ঘটনার জের ধরে মুন্না তার কাছে থাকা দেশি ধারালো অস্ত্র দিয়ে মাসুদকে আঘাত করে। ওই সময় স্থানীয় লোকজন মাসুদকে উদ্ধার করে এবং মুন্নাকে হাতেনাতে ধরে পাশে কর্তব্যরত পুলিশের হাতে সোপর্দ করে। মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জিয়া জানান, মাসুদ গুরুতর আহত হওয়ায় তাকে চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মুন্নাকে থানা হাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। মাসুদ সুস্থ হলে এ ঘটনায় মামলা হবে বলে জানান ওসি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top