সকল মেনু

প্রচুর মা ইলশসহ তিন লাখ মিটার কারেন্ট জাল আটক

Current-Net20130910132622 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর:  মা’ ইলিশ শিকারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে যেয়ে চাঁদপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা উচ্ছৃঙ্খল জনতার রোষানলে পড়েছিল। পরে র‌্যাব সদস্যরা দশ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে জনতাকে ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি শান্ত হয়। সোমবার বিকেলে এই ঘটনা ঘটে। জানা যায়, র‌্যাবের সহায়তায় মা ইলিশ শিকার বিরোধী ভ্রাম্যমাণ আদালত সোমবার সকাল ১১ টা থেকে অভিযান শুরু করে। সকালে টাক্সফোর্স সদস্যরা শহরের বড় ষ্টেশন এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে বরফ কল চালু রাখায় বিসমিল্লাহ ও যমুনা বরফকলের দুই ম্যানেজারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে এবং ১ হাজার টাকা জরিমানা আদায় করে। এরপর নিষেধাজ্ঞা অমান্য করে মাছ পরিবহন ও বিক্রির অভিযোগে ১১ জনের কাছ থেকে ৪ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করা হয়। বিকেলে সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বহরিয়া এলাকায় যেয়ে ৬০ কেজি মা ইলিশ ও তিন লাখ মিটার কারেন্ট জাল আটক করা হয়। এসব আটক করার সময় এলাকার জেলে ও তাদের পরিবারের সদস্যরা দা, বটি, কুড়াল ও লঠি-সোঁটা নিয়ে ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদের উপর হামলা চালানোর চেষ্টা করে। অবস্থা বেগতিক দেখে র‌্যাব সদস্যরা সেখানে ৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। পরে হরিণা ফেরিঘাটে অভিযান পরিচালনা করতে গেলে সেখানেও জনতা ভ্রাম্যমাণ আদালতের উপর মারমুখী হয়ে তেড়ে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাব সেকানে ৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়।একই ভ্রাম্যমাণ আদালত এদিন তিনটি মটরযানের কাছ থেকে ১ হাজার ৫শ’ টাকা এবং প্রকাশ্যে জনারণ্যে ধূমপান করার অপরাধে ২ জনের কাছ থেকে ১০০ টাকা জরিমানা আদায় করেছে।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top