সকল মেনু

এক দরিদ্রকে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ

VGf-Ckhal-Mymensingh-sm রংপুর অফিস:  রংপুরের গঙ্গাচড়ায় ভিজিএফ’র চাল না দিয়ে মিজানুর রহমান নামে এক হত দরিদ্রকে আটকে রেখে মারপিট করে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে। আহত অবস্থায় ওই ব্যক্তিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মিজানুর রহমান অভিযোগ করেন, ঈদের আগের ভিজিএফ-এর কার্ডের চাল দেওয়ার কথা থাকলেও গঙ্গাচড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু তা না দিয়ে রোববার তা বিতরণের ঘোষণা দেন। এজন্য ২৫০ কার্ডধারী ১০ কেজি করে চালের জন্য সকাল থেকে ইউপি কর্যালয়ের সামনে এলেও চেয়ারম্যান না আসায় চাল বিতরণ শুরু করা হয়নি। পরে দুপুরের পর চেয়ারম্যান ইউপি কার্যালয়ে আসেন। এরপর চাল বিতরণ শুরু হয়। দিনভর অপেক্ষায় থাকা পূর্ব নবনীদাস গ্রামের জাহেরা বেগম(৬৮) ও ওপিয়া বেগম (৭০) অসুস্থ হয়ে পড়ায় তাদের কার্ড দুটো তাদের পরিচিত মিজানুরকে দিয়ে যান চাল তোলার জন্য। সিরিয়াল অনুযায়ী সন্ধ্যায় মিজানুর চাল নিতে যান। এ সময় তার হাতে তিনটি ¯িপ থাকায় চাল না দিয়ে চেয়ারম্যান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ধাপ্পর মারেন। এক পর্যায়ে মিজানুর চাল না পেয়ে বেরিয়ে যান। পরবর্তীতে চেয়ারম্যানের নির্দেশে গ্রাম পুলিশ মিজানুরকে ধরে নিয়ে যান এবং বেধরক লাঠিপেটা করেন। এতে তার ডানহাত ভেঙে যায়।মিজানুর আরো অভিযোগ করেন প্রথমে চেয়ারম্যান নিজেই তাকে মারপিট শুরু করেন। পরে চেয়ারম্যানের সামনেই তার নির্দেশে গ্রাম পুলিশ নূরুল ইসলাম তাকে লাঠিপেটা করেন। এরপর রোববার রাত ১১টার স্থানীয় লোকজন মিজানুরকে গঙ্গাচড়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করান। সোমবার তাকে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে মিজানুর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেরর ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধিন রয়েছেন। মিজানুরের স্ত্রী মুক্তা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘চাউলও পাইনো না, ওমার (স্বামীর) হাতও ভাঙিল। এলা হামার কী হইবে!’ এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু সাংবাদিকদের জানান, একজনের হাতে একটির বেশি ¯িপ থাকার কথা নয়। কিন্তু মিজানুরের হাতে তিনটি ¯িপ ছিল। চাল না পেয়ে ¯িপ ছিড়ে ফেলায় তাকে গ্রাম পুলিশ চরথাপ্পর দিয়েছে। মারপিটের কথা তিনি অস্ব^ীকার করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top