সকল মেনু

সুবর্ণচরে কোরবানীর গোস্তে আল্লাহু ও মোহাম্মদ লেখা

photo 20 মোহাম্মদ ছানা উল্যাহ সুবর্ণচর নোয়াখালী): নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ঈদুল আযহার কোরবানীর ৫ টুকরা গোস্তের উপরে আল্লাহু ও মোহাম্মদ লেখা দেখতে পাওয়া যায়। সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাহাদ আলী ব্যাপারী বাড়ীর আনোয়ার হোসেনের পুত্র বধু উম্মে হাবিবা মোবাশ্বেরা গত ১৯ অক্টোবর কোরবানীর গোস্ত রান্না করে ঘরে আনে। পরবর্তীতে গোস্ত খাওয়ার জন্য সবাইকে দিতে গেলে পাতিলের ভিতরে ৫ টুকরা গোস্ত ভাসমান অবস্থায় আরবী লেখা সন্দেহ হলে সেই গোস্তের টুকরা হাতে নিয়ে আরবী লেখা দেখতে পায়।গোস্তের টুকরা গুলো পার্শ্ববর্তী মসজিদের ঈমাম মোঃ হানিফ কে দেখালে তিনি লেখা গুলোর একপিঠে আল্লাহু এবং অপর পিঠে মোহাম্মদ সনাক্ত করেন। এই খবর চতুরদিকে ছড়িয়ে পড়লে এলাকার কৌতুহলী মানুষ গোস্তের টুকরা গুলো দেখার জন্য উক্ত বাড়ীতে ভিড় জমায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top