সকল মেনু

কলাপাড়ায় নিরাপত্তার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে দম্পতি

kalapara-01 (20-10-13) 01 নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২০ অক্টোবর : কলাপাড়া পৌর শহরের নতুনপাড়া (চইয়াপাড়া) রাখাইন পল্লীর বাসিন্দা মংচিংথা তালুকদার ১৩ দিন ধরে বাড়িঘর ছাড়া। গ্রেফতার এড়াতে তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন। তার স্ত্রীর রান্না-খাওয়া আছে বন্ধ হয়ে। স্বামী-স্ত্রীর এমন সঙ্কটে অনার্স পড়–য়া একমাত্র পুত্র সন্তান উথানের লেখাপড়া চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তারা। গত ৬ অক্টোবর বরিশালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন মাদকদ্রব্য সন্ধানের নামে তার তালাবদ্ধ ঘর কোন ধরনের ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ছাড়াই ভেঙ্গে টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। তছনছ করা হয় ঘরের মালামাল। এসময় মংচিনথা নিজে আনসার ভিডিপির দলপতি হিসাবে পুঁেজার ডিউটিতে ছিলেন। এবং স্ত্রী ছেলের পরীক্ষার কারনে পটুয়াখালীতে অবস্থান করছিলেন। খালি ঘরে সন্ত্রাসী স্টাইলে হামলা চালিয়ে উল্টো মংচিনথা তালুকদারকে একটি মামলায় আসামি করা হয়েছে। এমন অভিযোগ করে এই ঘটনার প্রতিকার চেয়ে নিজেদের নিরাপত্তা দাবি করে শনিবার রাতে রাখাইন এই দম্পতি কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। লিখিত সংবাদ সম্মেলনে মংচিংথা তালুকদার জানান, আমি যখন নিতান্ত ঠেকায় ছেলের উচ্চ শিক্ষার জন্য উপার্জনের পথ দুগ্ধজাত গাভী বিক্রি করেছি। ঘরের মধ্যে রাখা ওই টাকা দরজার তালা ভেঙ্গে নেয়া হয়েছে। এঘটনার জন্য তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় সহকারী মিজানুর রহমান শরীফ, বেলায়েত হোসেন, এএসআই খন্দকার জাফর আহম্মেদসহ চার/পাঁচ জনকে দায়ী করেন। এমনকি বাড়িঘরে কিছু না পেয়ে মংচিংথা রাখাইনকে একটি মামলায় আসামি করা হয়েছে। এখন প্রতিরাতে একই পাড়ার মাদক ব্যবসায়ী ওয়েচিং মং বাবুকে নিয়ে ওই কর্মকর্তারা তাকে গ্রেফতারের জন্য হানা দিচ্ছে। বর্তমানে মংচিংথা বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। তার স্ত্রী লাচিনো জানান, শনিবার দুপুরে তাদের রান্না হয়নি। জোটেনি খাবার। একমাত্র সন্তানের উচ্চ শিক্ষা নিয়ে তিনি শঙ্কিত রয়েছেন। এসময় এই দম্পতি আবেগ প্রবণ হয়ে পড়েন। বর্তমানে এরা আইনি নিরাপত্তা চান। হয়রানীমুলক মিথ্যা মামলা থেকে অব্যহতি চেয়েছেন। নইলে এখানকার রাখাইনদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। এমনকি তিনি আইনি প্রতিকার চাইবেন। এব্যাপারে মিজানুর রহমান শরীফের সঙ্গে বারংবার ফোন করলেও তিনি রিসিভ করেন নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top