সকল মেনু

চৌদ্দগ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে -রেলমন্ত্রী

c  এস এন ইউসুফ ,কুমিল্লা:  বাংলাদেশ সরকারের রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি বলেছেন, বর্তমান সরকার জনগনের সরকার তাই সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে উন্নয়নের জোয়ার বইছে। শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, রাস্তা-ঘাট পুল-কালভাটের উন্নয়নের মাধ্যমে তা দেশবাসী ও বিশ্ববাসী প্রত্যক্ষ করছে। বাংলাদেশ আওয়ামীলীগ দূর্নীতিতে বিশ্বাসী নয়, বাংলাদেশ আওয়ামীলীগ দেশ ও জনগনের সেবায় বিশ্বাসী। তাই সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা জনগনের পাশে থেকে কাজ করেছি এবং করে যাচ্ছি। তিনি আজ ১৯ অক্টোবর শনিবার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে রাস্তা ও নবনির্মিত স্কুল ভবনের উদ্বোধন সহ প্রায় ২কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন শেষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশ্যে আরো বলেন, যারা সন্ত্রাাসের বিশ্বাসী তাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের উন্নয়নের বিশ্বাসী তাই তিনি জনগনকে নিয়েই সব সময় চিন্তা করেন। তাই তিনি সকলকে নিয়ে একটি অন্তর্বতী সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। বিরোধী দল এই প্রস্তাবে সাড়া না দিলে তারা জনগন থেকে সম্পূর্ণ রূপে বিচ্ছিন্ন হয়ে যাবে। তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ণ হয় আর আওয়ামীলীগকে বাদ দিয়ে অন্য কেউ ক্ষমতায় এলে দেশে লুটপাট হায়। চৌদ্দগ্রাম বাসীর উন্নয়নে জন্য সব সময় কাজ করে যাচ্ছি, জীবনে যতদিন বেঁেচ থাকি ততদিন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে যাবো আপনারা আমার জন্য দোয়া করবেন। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামছুদ্দীন আহমেদ চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল মজুমদার, আলকরা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ইসমাঈল হোসেন বাচ্চু, কেন্দ্রীয় আওয়ামীলীগ উপ-কমিটির সহ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা সৈয়দ আহমেদ খোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল প্রমূখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top