সকল মেনু

রাখাইনদের প্রবারণা পুর্ণিমার উৎসব আকাশ আলোকিত হবে ফানুসের আলোয়

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৮ অক্টোবর : সাগরপারের কলাপাড়ায় এককালের দাপুটে জনগোষ্ঠী আদিবাসী রাখাইনদের সেই প্রভাব নেই। কিন্তু তাদের প্রবারণা পুর্ণিমার উৎসব kalapara-05 (18-10-13) 01শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অন্তত ২০টি রাখাইন পল্লীতে শুক্রবার সকাল থেকে বিভিন্ন ধর্মীয় উৎসব শুরু হয়েছে। কলাপাড়া পৌর শহরসহ কুয়াকাটার কেরানীপাড়া এবং আশপাশের রাখাইন পল্লীগুলোতে প্রবারণা পুর্ণিমার উৎসবকে কেন্দ্র করে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। সন্ধ্যায় আকাশে উড়বে অসংখ্য ফানুস। ফানুস তৈরির কারিগর রাখাইন যুবক উয়াংমং উচু জানালেন, তারা প্রত্যেকটি রাখাইন পাড়া থেকে তাদের ¯্রষ্ঠার (ফারাতারার) সন্তুষ্টির জন্য ফানুস ওড়াবেন। তেরানিপাড়ার মাদবর উচাচী মাষ্টার জানান দুইদিন ব্যাপী তাদের এই উৎসব চলবে। ইতোমধ্যে বিভিন্ন রাখাইন পল্লী থেকে কুয়াকাটায় আগমন ঘটেছে শত শত নারী-পুরুষের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top