সকল মেনু

জবসের পর অ্যাপলের নতুন তারকা অ্যারেন্ডস?

176পরনে ফুলহাতা কালো টি-শার্ট, জিনস আর কেডস৷ বলুন তো কার কথা বলছি? আপনি যদি অ্যাপলের ভক্ত হয়ে থাকেন তাহলে নিশ্চয় বুঝে গেছেন ব্যক্তিটি আর কেউ নন – স্টিভ জবস৷ তিনি মারা যাওয়ার পর থেকে অ্যাপল তারকা সংকটে ভুগছে৷

এ থেকে মুক্তি পেতেই হয়ত সম্প্রতি এঞ্জেলা অ্যারেন্ডসকে নিয়োগ দেয়ার কথা জানিয়েছে অ্যাপল৷ বর্তমানে লন্ডনের ফ্যাশন হাউস ‘বারবেরি’-র প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করা অ্যারেন্ডস আগামী বছরের বসন্ত থেকে অ্যাপলের ‘রিটেল’ বিভাগের দায়িত্ব নেবেন৷

এতটুকু পড়ার পর মনে হতে পারে, কে এই অ্যারেন্ডস, আর কেনইবা তাঁকে জবসের কিছুটা সমতুল্য মনে করা হচ্ছে? তাঁদের জন্য হয়ত একটা তথ্য মনে ধরার মতো হতে পারে৷ সেটা হচ্ছে, লন্ডন স্টক এক্সচেঞ্জে অন্তর্ভুক্ত থাকা কোম্পানিগুলোতে কাজ করেন এমন প্রধান নির্বাহীর মধ্যে গত বছর অ্যারেন্ডসই সবচেয়ে বেশি বেতন-বোনাস পেয়েছেন৷ কারণ ২০০৬ সালে বারবেরির দায়িত্ব নেয়ার পর কোম্পানির আয় বেড়েছে দ্বিগুন৷ আর শেয়ার মূল্য বেড়েছে তিনগুন!

এদিকে রিটেল খাত বিষয়ক বিশ্লেষক রবিন লুইস অ্যারেন্ডস সম্পর্কে বলেছেন, ‘‘তিনি একজন স্টার৷ তাঁর দর্শন অনেকটা স্টিভ জবসের মতোই৷”

অ্যারেন্ডস নিজেও সবসময় অ্যাপলের ভক্ত ছিলেন৷ ২০১০ সালে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘‘আমি যদি কোনো কোম্পানিকে আমার মডেল হিসেবে দেখি, সেটা অ্যাপল৷” তিনি বলেন, অ্যাপল হচ্ছে একটি ‘দারুণ ডিজাইন কোম্পানি যারা লাইফস্টাইল তৈরিতে কাজ করছে’৷

সুতরাং ফ্যাশন জগতে অ্যারেন্ডসের অভিজ্ঞতা এবং অ্যাপলের প্রতি তাঁর মোহ – এই দুইয়ের সংমিশ্রণে অ্যাপল যদি ভবিষ্যতে জবসের মতো একজনকে তারকা হিসেবে পেয়ে যায় তাহলে কি আপনি অবাক হবেন?

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top