সকল মেনু

খুলনায় প্রতিবাদী ছাত্রকে হত্যা

খুলনা: খুলনায় মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় রাজু বেপারী (২২) নামে এক ছাত্রকে হ‍াতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে বখাটেরা।
khulna20131017091553
বৃহস্পতিবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তিনি রাজধানীর উত্তরা ইউনিভার্সিটি’র বিবিএ’র শিক্ষার্থী। স্থানীয়রা বাংলানিউজকে জানান, রাজু ঈদের ছুটিতে রূপসা উপজেলার জাবুসা গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে আসেন। ঈদের দিন বুধবার খানজাহান আলী (র.) সেতুতে ঘুরতে যান রাজু। সেখানে কয়েকজন বখাটে মেয়েদের উত্ত্যক্ত করলে এর প্রতিবাদ করেন রাজু।  এতে বখাটের‍া ক্ষিপ্ত হয়ে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মৃত্যু হয় তার। এদিকে, এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত রূপসা উপজেলার জাবুসা গ্রামের ৭/৮শ এলাকাবাসী সেতুর সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী নেওয়াজ বাংলানিউজকে বলেন, বর্তমানে সেতু এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।  সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ঘটনাস্থলে ৠাবের গাড়ি টহল দিতে দেখা গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top