সকল মেনু

কলাপাড়ায় চেয়ারম্যানের ব্যক্তি উদ্যোগে অসহায় বিধবাদের মধ্যে শাড়ি বিতরণ

kalapara-02 (16-10-13) 01নিজস্ব প্রতিবেদক, কলাপাড়া॥ কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নের চার শ’ বিধবা পরিবারের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ডালবুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম শিকদার তাদের পারিবারিক উদ্যোগে দুঃস্থ ও বিধবাদের মধ্যে এই শাড়ি বিতরণ করেন। সালাম শিকদারের মা মিসেস শামসুন্নাহার বেগম নিজের হাতে এসব বিধবাদের মধ্যে শাড়ি বিতরণ করেন। এসময় সমাজসেবক আব্দুল ওয়াদুদ শিকদার উপস্থিত ছিলেন। ছালাম শিকদার জানান, তার অবহেলিত এই ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত করা হবে। কোন দরিদ্র পরিবার যেন বস্ত্র কিংবা খাদ্য সঙ্কটে না থাকে এমন উদ্যোগে নেয়া হয়েছে। অসহায় পরিবারের বিয়েযোগ্য মেয়েদের পাত্রস্থ করতে আর্থিক সহায়তা প্রদান। মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করা এবং গৃহহীনদের জন্য আবাসস্থলের ব্যবস্থা করা তার লক্ষ্য। এই লক্ষ্য নিয়ে তিনি নির্বাচিত হওয়ার পর ঈদ-উল ফিতর থেকে কাজ শুরু করেছেন। চেয়ারম্যান আব্দুস সালামের এই জনহিতকর কর্মসূচির কারণে ইউনিয়নের অসহায়, দরিদ্র পরিবারের লোকজন তাদের অভাব মোচনের স্বপ্ন দেখতে শুরু করেছে। অসহায় স্বামী পরিত্যাক্তা হাফিজা বেগম জানালেন, দীর্ঘ ১২ বছর পরে তিনি এবছর নতুন দুইখানা শাড়ি পেয়েছেন। এতেই এই মহিলা যারপরনাই খুশি হয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top