সকল মেনু

সাইবার হামলার শিকার মার্কিন নৌবাহিনীর কম্পিউটার

সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে একের পর এক সাইবার হামলার শিকার হচ্ছে মার্কিন নৌবাহিনীর কম্পিউটার নেটওয়ার্ক। ইরানের হ্যাকাররা এ ধরনের সাইবার হামলা us-navy-computers-ict-newsচালাচ্ছে বলে দাবি করেন সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তারা। খবর এনগেজেটের।

ইরান নিজেই বহুবার সাইবার হামলার শিকার হচ্ছে বলে বছর খানেক আগে দাবি করেছিল। কিন্তু মার্কিন কর্মকর্তাদের দাবি, সম্প্রতি ইরান যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সাইটে সাইবার হামলা চালাচ্ছে। সম্প্রতি মার্কিন নৌবাহিনীর বেশকিছু কম্পিউটারে চালানো সাইবার হামলার জন্যও ইরানকেই দায়ী করেছে মার্কিন প্রশাসন।
মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরান নিজে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিভিন্ন হ্যাকার দিয়ে এ ধরনের হামলা পরিচালনা করছে। সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তারা জানান, ইদানীং ইরানের সাইবার ক্ষমতা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। এর পেছনে রাশিয়ার সহায়তা থাকার সম্ভাবনার কথা জানিয়েছে তারা।

মার্কিন নৌবাহিনী তাদের সাইটগুলো ও কম্পিউটারের নিরাপত্তা জোরদার করেছে বলে জানিয়েছে। মার্কিন প্রশাসন ইরানের এ ধরনের কার্যক্রমে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, সম্প্রতি সাইবার জগতে ইরানের সক্ষমতা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এ কারণে ইরানের বিষয়টি আর হেলাফেলা করার মতো বিষয় নয় বলেও উল্লেখ করেন তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top