সকল মেনু

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় নাগরিক নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি :

1007988কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে শনিবার রাত ৯টার দিকে ভারতের অভ্যন্তরে ১০/১২ জনের একটি গরু চোরাচালানির দল গরু নিয়ে উপজেলার খলিশাকোঠাল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহীনি’র (বিএসএফ) গুলিতে এক ভারতীয় যুবক নিহত হয়। বিজিবি জানায়,৯৩৪/১ নং আন্তর্জাতিক পিলারের পাশ দিয়ে ভারতীয় সীমান্তবর্তী নাগরবাড়ী নয়ারহাট গ্রামের মমদুল হক একটি গরু চোরাচালানির দল গরু নিয়ে বাংলাদেশের খলিশাকোঠাল সীমান্তে প্রবেশের সময় ১২৪ বসকোঠাল বিওপি’র টহলরত বিএসএফ সদস্যরা পরপর ২ রাউন্ড গুলি করলে ঘটনাস্থলই সে নিহত হয়। এ প্রসঙ্গে কুড়িগ্রাম ৪৫ বিজিবি বালারহাট বিওপি কমান্ডার নায়েক সুবেদার জাকির হোসেন জানান, আমি শুনেছি ওরা গরু চোরাকারবারী ও ভারতীয়। তারা যখন গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করে তখন বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি চালায় এবং একজন ভারতীয় চোরাকারবারী নিহত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top