সকল মেনু

গ্রেপ্তার আরফিন রুমি কারাগারে

Arefin+Rumey আদালত প্রতিবেদক হটনিউজ২৪বিডি.কম,ঢাকা:  যৌতুক চেয়ে নির্যাতনের অভিযোগে প্রথম স্ত্রীর করা মামলায় কণ্ঠশিল্পী আরফিন রুমিকে কারাগারে থাকতে হচ্ছে। শনিবার ভোরে গ্রেপ্তার এই কণ্ঠশিল্পীকে দুপুরে ঢাকার আদালতে নেয় পুলিশ। তিনি জামিনের আবেদন জানালেও তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন মহানগর হাকিম মো. আতিকুর রহমান। শনিবার দুপুর ২টায় রুমিকে আদালতে নেয়া হয়। সেখানে তার স্ত্রী লামিয়া আক্তার অনন্যাও ছিলেন বলে ওই আদালতে পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক আনিসুর রহমান হটনিউজ২৪বিডি.কমকে  জানিয়েছেন। মামলায় রুমির ভাই ইয়াসিন রনি ও মা নাসিমা বেগম রোজীকেও আসামি করা হয়। তবে তারা পলাতক বলে পুলিশ আদালতকে জানিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম হটনিউজ২৪বিডি.কমকে জানান, মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল না বলে সেই আবেদন করা হয়নি। লামিয়ার অভিযোগ, স্বামীসহ তিন আসামি তাকে বেঁধে তার ওপর নির্যাতন চালায়। শুক্রবার রাতে মামলা দায়েরের পর শনিবার ভোরে রুমিকে তার কাঁটাসুরের বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক জানিয়েছেন। মামলায় বলা হয়, রুমি বিয়ের পর থেকে ২০ লাখ টাকা যৌতুক চেয়ে আসছিলেন। ওই টাকার জন্য শুক্রবার বাদিকে মারপিট করা হয়। অতি অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া আরফিন রুমি একসঙ্গে দুই স্ত্রী রেখে সমালোচনার মধ্যে পড়েন। প্রথম স্ত্রী অনন্যার ঘরে রুমির একটি ছেলে রয়েছে। তার দ্বিতীয় স্ত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী। দূরবীন ব্যান্ড দলের সাবেক সদস্য রুমি ২০০৯ সালে তার অ্যালবাম ‘এসো না’র জন্য ‘ইউরো চলচ্চিত্র সাংবাদিক ফোরাম’ পুরস্কার পান। রুমি গান সুরও করেন এবং ২০১০ সালে বিনোদন বিচিত্রা পুরস্কারও পান সুরকার হিসেবে। ‘এর বেশি ভালবাসা যায় না’- রুমির সুরে গাওয়া এই গানটি ২০১০ সালে বেশ জনপ্রিয়তা পায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top