সকল মেনু

শিক্ষকদের বিক্ষোভ সমাবেশও মানববন্ধন

OLYMPUS DIGITAL CAMERA ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রামঃ  সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা প্রথম শ্রেণীর পদমর্যাদাসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষে আজ শনিবার কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে। কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসাবে পরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসুচি পালন করে। এ সময় বক্তব্য রাখেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জেলা শিক্ষক সমিতির সভাপতি দেওয়ান এনামুল হক, আব্দুল হাই সিদ্দিকী, নারায়ন চন্দ্র, মোজাম্মেল হোসেন, কফিল উদ্দিন, সৈয়দ সানজিদা আক্তার, মুনিরা বেগম প্রমুখ।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা প্রথম শ্রেণীর গেজেটেড পদ মর্যাদা প্রদান, স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা, স্বতন্ত্র বেতন স্কেল প্রণয়নসহ ৬ দফা দাবি দ্রুততম সময়ে বাস্তবায়নের জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান। এছাড়া সরকার ২০ ভাগ মহার্ঘ ভাতা প্রদান করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top