সকল মেনু

এলাকাবাসীর প্রতিরোধে বেদখল হল না কোটি টাকার সম্পত্তি

download (1) বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:  জামালপুরের বকশীগঞ্জে শুক্রবার সন্ধ্যায় এক নিরীহ পরিবারের কোটি টাকার সম্পত্তি বেদখল করতে গিয়ে এলাকাবাসীর প্রবল বাধার মুখে শেষ পর্যন্ত বেদখল করতে পারেনি এক প্রভাবশালী ব্যক্তি। প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্র কামার পট্রি এলাকার প্রভাবশালী চাঁন মিয়া বিএসসির সাথে মরহুম সাহাআলীর পরিবারের ৭ শতাংশ ভূমি নিয়ে মামলা চলে আসছে। ওই দিন প্রভাবশালী চাঁন বিএসসির লোকজন শাহাআলীর পরিবারের দখলকৃত ভূমিটি বেদখল করে নেওয়ার জন্য পূর্ব পরিকল্পিত ভাবে ঘটনার দিন সন্ধ্যায় অতর্কিত ভাবে শাহাআলী পরিবারে সদস্য স্ত্রী ফুলেছা বেওয়া, কন্যা ইছিনা বেগম,শিরিনা আক্তার ,স্বপ্না বেগম, পিপাশা বেগম, ছেলে ফয়সালদের উপর বর্বরোচিত ভাবে হামলা চালায় ।

ওই হামলায় ইছিনা বেগম মারাত্মক রক্তাক্ত জখম হলে তাদের আত্মচিৎকারে এলাকাবাসীর কয়েক শত মানুষ মানবিক কারণে ওই হামলাকারীদের প্রতিরোধে এগিয়ে আসে। এসময় হামলাকারীদের সাথে এলাকাবাসীর কয়েক দফা ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে এবং হামলাকারীরা এলাকাবাসীর প্রতিরোধের মুখে পিছিয়ে যেতে বাধ্য হয়। গতকাল শনিবার দুপুরে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার নিজাম উদ্দিন ও দেওয়ানগঞ্জ সার্কেল এএসপি আব্দুল হান্নান সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top