সকল মেনু

জেলা প্রশাসককে স্বপরিবারে হত্যার হুমকি, সহকারি পরিচালক গ্রেফতার

Kust dc-1 কাঞ্চন কুমার,কুষ্টিয়া,১১অক্টোবর:  কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও তার পরিবারের সদস্যদের মোবাইলে এসএমএস পাঠিয়ে হত্যার হুমকি দেয়ার অভিযোগে ঢাকা থেকে এক সরকারি কর্মকর্তাকে গ্রেফতার করেছে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ। জহিরুল ইসলাম নামে ওই ব্যক্তি ঢাকা রপ্তানী উন্নয়ন বুরে‌্যর সহকারি পরিচালক। জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানান, গত ২ অক্টোবর মোবাইলে ০১৯৫০০৪২৬৯৯ নম্বর থেকে জেলা তার (প্রশাসকের) ব্যক্তিগত নম্বরে প্রাণনাশের হুমকি দিয়ে একটি ক্ষুদে বার্তা পাঠায়। গত এক সপ্তাহে তিন দিন তার মোবাইলে এসএমএস পাঠায় জহিরুল ইসলাম। সর্বশেষ গত বুধবারও ক্ষুদেবার্তা পাঠানো হয়। ক্ষুদেবার্তাগুলো ছিল ‘ বেলাল বি রেডি ফর ডেইথ।’ ‘আই মাস্ট কিলড ইউ’ আই গো টু ইউওর ফ্লাট আ্যান্ড সি, আই কিলড ইউ অ্যান্ড ইউওর ফ্যামিলি।’ মাঝেমধ্যে মিসডকল দিলেও জেলা প্রশাসক ফোন করলে তা বন্ধ পেত। ২ অক্টোবরই জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দীন আহম্মেদ ও র‌্যাব-১২ কর্মকর্তাকে জানান। গত বুধবার ক্ষুদেবার্তা পাঠালে জেলা প্রশাসক কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। কুষ্টিয়া পুলিশ সুপার মফিজ উদ্দীন আহম্মেদ জানান, ঘটনার পর থেকেই প্রযুক্তি ব্যবহার করে হুমকিদাতাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। বৃহস্পতিবার বিকেলে তেঁজগাও থানার কারওয়ান বাজারে রপ্তানী উন্নয়ন ব্যুরোর কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে হুমকি দেয়া মুঠোফোনসহ সিম উদ্ধার করা হয়েছে। ওই মুঠোফোনের হুমকির ক্ষুদেবার্তাও দেখা গেছে। তাকে কুষ্টিয়া আনা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top