সকল মেনু

ভুল চিকিৎসায় রূপালী ব্যাংক কর্মকর্তার মৃত্যু

mitthu_3206_3880_5108 এস এন ইউসুফ,হটনিউজ২৪বিডি.কম:  চিকিৎসকের ভূল চিকিৎসায় কুমিল্লা রূপালী ব্যাংক কর্পোরেট শাখার অডিট বিভাগের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। জানা যায়, রূপালী ব্যাংক কুমিল্লা কর্পোরেট শাখার অডিট বিভাগের কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় অর্থোপেডিক্স হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এ লেপট্্ হীপজয়েন্টের ব্যাথা নিয়ে ভর্তি হন। এসময় তাকে হাসপাতালের অধ্যাপক ডাঃ আবদুল আউয়াল রিজভীর চিকিৎসক হিসেবে তার দেখাশোনার দায়িত্ব ভার গ্রহন করেন। কয়েকদিন চিকিৎসার পর ডাঃ রিজভী তাকে গত ৭ অক্টোবর অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ করে। অস্ত্রোপচারের জন্য ডাঃ রিজভী, ডাঃ মোয়াজ্জেম তাকে অপারেশন থিয়েটারে সকাল ১০ টা থেকে ৪টা পর্যন্ত দীর্ঘ ৫ ঘন্টা অপারেশন কাজ সম্পন্ন করেন। পরে তাকে আইসিউতে নিয়ে যাওয়া হয় । আইসিউতে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ডাঃ মোয়াজ্জেম কোন কথা না বলে তাকে শ্যামলীর ট্রমা সেন্টারে ভর্তি করার জন্য বলে চাপ জানিয়ে দেন। এসময় আবুল কালামের আত্মীয়রা কোন উপায় না দেখে ট্রমা সেন্টারে আইসিউতে নিয়ে যায়। পরে সেখানকার ডাক্তররা আত্মীয় স্বজনদের জানান, তার কিডনীর কোন কাজ করছে না। তাকে আমরা এই খানে রাখতে পারবো না অন্য কোথাও নিয়ে যান। এবং বলেন আপনার রোগীকে কিডনীর ডাক্তার দেখাতে হবে আমাদের এখানে কিডনীর ডাক্তার নেই এবং ডায়ালাইসিস সরঞ্জামও নেই। পরে তাকে রাজধানীর গ্রীনরোডে গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করার পর ৯ অক্টোবর বুধবার বিকালে তার মৃত্যু হয়(ইনøালিল্লাহি………..রাজিউন) পারিরের লোকজন ও আত্মীয়দের অভিযোগ, আমাদের রোগীকে ডাঃ অধ্যাপক আবদুল আউয়াল রিজভী এবং ডাঃ মোয়াজ্জেম হীপ জয়েন্টের অপারেশনের নামে কিডনীর সমস্যা করে ভূল চিকিৎসার দিয়ে তাকে মেরে ফেলেছে। উল্লেখ্য আবুল কালাম আজাদ রূপালী ব্যাংক ভূশ্চি ও চৌয়ারা শাখার সাবেক ম্যানেজার হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top