সকল মেনু

১ হাজার ইঁদুর দিলেই ২১ ইঞ্চি রঙিণ টেলিভিশন পুরস্কার

upazila chirman  জিএম ফাতিউল হাফিজ বাবু:  ১ হাজার ইঁদুরের লেঁজ দিলেই জামালপুরের বকশীগঞ্জে পাওয়া যাবে একটি ২১ ইঞ্চি রঙিণ টেলিভিশন,আর ৫ শত ইঁদুরের লেঁজ দিলে পাওয়া যাবে একটি বাই সাইকেল। তবে যারা ইঁদুর সংগ্রহ করবে তাদের বকশীগঞ্জ উপজেলার কৃষক হতে হবে। ৮ অক্টোবর মঙ্গলবার বিকালে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য কালে বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার স্থানীয় কৃষকদের ইঁদুর নিধনে উৎসাহিত করতে এ পুরস্কারের ঘোষনা দেন। তিনি বলেন যদি কেউ ১ হাজার ইঁদুরের লেঁজ দিতে পারে তাহলে উপজেলা পরিষদের পক্ষ থেকে ওই ব্যক্তিকে টেলিভিশন ও ৫ শ ইঁদুরের লেঁজ দিলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে একটি বাইসাইকেল পুরস্কার দেওয়া হবে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রশিক্ষণ হলরুমে ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ নাগ। এতে সভাপতি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মর্ত্তুজ আলী,সম্প্রসারণ কর্মকর্তা সুরুজ আলী , উপজেলা প্রকৌশলী হেদায়েত উল্লাহ, পিআইও মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি সরকার আব্দুর রাজ্জাক,মৎস্য কর্মকর্তা শফিউল আলম ও বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা,শিক্ষক, কৃষক,গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top