সকল মেনু

নির্বাচন কালীন সরকার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করবে-তথ্যমন্ত্রী

Youtube_Decision_278572857 মিয়া মোঃ নোমান, টাঙ্গাইল: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন কালীন সরকার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন ও দৈনন্দিন কাজ করবেন। গুরুত্বপূর্ণ কোন সিদ্ধান্ত নেবে না। সুতরাং সেই সময়ের সরকার কি ক্ষমতা প্রয়োগ করবে সরকারের সাথে কার কি সম্পর্ক থাকবে এসব বিষয় নিয়ে আলোচনার যথেষ্ট সময় আছে। আমরা বিরোধী দলের নেতাকে বলেছি নির্বাচন বিষয়ে আপনার কি কথা আছে আমরা খোলা মনে আলোচনা করি। তিনি বলেন, সবার দাবি নিরপেক্ষ নির্বাচন। নিরপেক্ষ নির্বাচন যদি হয় তাহলেতো কোন ধরণের সংঘাতের আশঙ্কা নেই। তিনি আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় টাঙ্গাইলের বাসাইল উপজেলা শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ড. কেএম সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আরা বেগম, জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা মাহফুজা বেগম, বাসাইল পৌর মেয়র মজিবর রহমানসহ অন্যরা। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান এমপি।

অনুষ্ঠানে ১২০ জন কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top