সকল মেনু

মৌলভীবাজারে স্বাস্থ্য বিভাগের মতবিনিময় সভা

  মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা স্বাস্থ্য বিভাগের প্রদেয় সেবা সমুহে অতিদরিদ্রদের জন্য করণীয় বিষয়ক মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের সেবাসমূহে অতিদরিদ্রদের প্রবেশগম্যতা বৃদ্ধির লক্ষ্যে অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ, ব্র্যাক এর আয়োজনে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার লোকদের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ হেমন্দ্র কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে উপ-পরিচালক আব্দুল হান্নান। ব্র্যাক অতিদরিদ্র কর্মসূচি সিনিয়র ব্যবস্থাপক আলী হোসেন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা ব্র্যাক প্রতিনিধি আরিফুর রহমান,২৫০শর্য্যা হাসপাতালের সিনিয়র কনসালন্টেড (শিশুরোগ) ডাঃ এ,জেড মতিউর রহমান,মেডিসিন বিশেজ্ঞ ডাঃ স্বপন কুমার সিনহা, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ পলাশ রায়, অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ, ব্র্যাক এর সোশ্যাল কমিউনিকেটর সুরেশ কুমার ঘোষ ব্র্যাক অতিদরিদ্র কর্মসূচি মৌলভীবাজার আঞ্চলিক ব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম, ব্র্যাক জেলা স্বাস্থ্য ব্যবস্থাপক মোশারফ হোসেন,সাংবাদিক মু.ইমাদ-উদ-দীন,নজরুল ইসলাম মুহিব । সভায় জিও, এনজিও, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় জেলা, উপজেলা, ইউনিয়ন পর্য্যায়ের স্বাস্থ্য বিভাগের কর্মর্কতা, সাংবাদিকসহ ২৪জন অংশ গ্রহন করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top