সকল মেনু

ভোলায় অনিরাপদ নৌ যান চলাচল বন্ধ

 ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ভোলা: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোলার নদী পথে ৬৫ ফুটের নিচে সব ধরনের লঞ্চ ও ট্রলার চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে পরিবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানা গেছে। রুটগুলো হলো- ভেলুমিয়া-ধুলিয়া, নাজিপুর-কালাইয়া, দৌলতখান-আলেকজেন্ডার, ইলিশা-মজুচৌধুরীরহাট, কচ্চপিয়া-ঢালচর, বেতুয়া-মনপুরা, তুলাতলী-রামগতি। এছাড়া বিচ্ছিন্ন চরে সঙ্গে জেলা শহরের সংযোগ স্থাপনকারী আরো ২২টি রুটে ছোট ছোট নৌ যান বন্ধ করে দিয়েছে প্রশাসন। এ ব্যাপারে ভোলা নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বরত এক কর্মকর্তা জানান, উপকূলের নদী বন্দরগুলোতে ২ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। তাই বরিশাল নৌ বন্দরের নির্দেশে ৬৫ ফুটের নিচে সব অনিরাপদ লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। পরবর্তি নিদের্শ না দেওয়া পর্যন্ত এ নিদের্শ জারি থাকবে।  এদিকে, জেলার বিভিন্ন রুটে সকাল থেকেই ছোট ছোট লঞ্চ ও ট্রলার চলাচল বন্ধ থাকায় ভোগান্তির মধ্যে পড়েন হাজার হাজার যাত্রী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top