সকল মেনু

বর্তমান সরকারের টার্মেই দেশ মধ্যম আয়ে পরিণত হবে-অর্থমন্ত্রী

  নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বর্তমান সরকারের টার্মেই দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। মহৎ উদ্দেশ্য থাকলে পাঁচ বছরে এই দেশের জনগণই এর জন্য সহযোগিতা করবে। তিনি বলেন, সীমিত সম্পদই আমাদের চালিকা শক্তি। এখন বৈষম্যের হার হ্রাস পেয়েছে। দারিদ্র্য দূরীকরণের হার ২ শতাংশে উন্নীত হয়েছে। এদেশের এলিটরা যদি উদার হন তাহলে দেশকে আরো এগিয়ে নেয়া সম্ভব হবে। তাই এক্ষেত্রে এলিটদের এগিয়ে আসতে হবে। অন্যদিকে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা অনেক দেশই পায় না। জিএসপি সুবিধার জন্য মার্কিন যুক্তরাস্ট্র আমাদের যেসব শর্ত প্রদান করেছিল ইতোমধ্যে তার সবগুলোই পূরণ হয়েছে। তাই জিএসপি সুবিধা না পাওয়ার আর কোনো কারণ নেই। তবে জিএসপি সুবিধা যদি না দেয়া হয় তা হলে মানুষ মনে করবে রাজনৈতিক কারণে জিএসপি সুবিধা দেয়া হয়নি। শনিবার দুপুরে চাঁদপুরের কচুয়ায় ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সরকারের এই দুই মন্ত্রী এসব কথা বলেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম, রেলমন্ত্রী মো. মুজিবুল হক, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মো. গোলাম হোসেন। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহসানুল হক চৌধুরী। বক্তব্য রাখেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।  অনুষ্ঠানে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের মাঝে বই উপহার তুলে দেন। প্রথিতযশা লোকসাহিত্যিক, লোকগাথা সংগ্রাহক এবং লোক গবেষক মরহুম অধ্যাপক ড. মনসুরউদ্দীন এর নামে কচুয়ার হাশিমপুর গ্রামে ২০০৯ সালে ড. মনসুরউদ্দীন মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে কলেজটি শতভাগ ভাল ফলাফল করে আসছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top