সকল মেনু

ঢাবি উপাচার্যের সঙ্গে ওআইসির প্রতিনিধি দলের সাক্ষাৎ

  ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : অর্গানাইজেশন অব দি ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-এর প্রশাসন ও অর্থ বিভাগের মহাপরিচালক ফাহাদ এ আলদাক্কানের  নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার দুপুরে উপাচার্যের অফিসে তারা সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- ওআইসির সহায়ক প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. এম ইমতিয়াজ হোসেন, ড. রাজ লিবিন মোহাম্মদ নরদিন, অধ্যাপক ড. মো. আবদুল মোত্তালিব এবং অধ্যাপক ড. মো. রুহুল আমিন।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ওআইসির মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে যৌথ শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা, গবেষণা ও সহ-শিক্ষা কার্যক্রম সম্পর্কে প্রতিনিধি দলের সদস্যদের অবহিত করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিদের ধন্যবাদ জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top