সকল মেনু

ছাত্রী সংস্থার ২৪ কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন

 আদালত প্রতিবেদক: গত ১৮ জুন রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে গ্রেফতার জামায়াতে ইসলামের অঙ্গ সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার ২৪ জন কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনের মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত।ঢাকার দ্রুত বিচার আদালতের বিচারক আতাউল হক আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ সময় ২০ কর্মীর পক্ষে মামলা থেকে অব্যাহতির আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন। অপর ৪ আসামি আদালতে হাজির না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। তারা হলেন, ফাতিমা ফারহানা, সুমাইয়া সিদ্দিকা, সালমা নাসরিন, আয়েশা আক্তার। আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ তারা অস্বীকার করলে আগামি ২৬ অক্টোবর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। চার্জ শুনানির সময় ছাত্রী সংস্থার ২০ কর্মী আদালতে হাজির ছিলেন। তারা হলেন, তানজিনা বিনতে খায়ের, ফারজানা আক্তার লুনা, শামসুন্নাহার, ফাতেমা জান্নাত, আতিয়া জাহান, সুবাইতা সারা, মমতা হেনা, ফারহানা আক্তার, ফারজানা বেগম, হাফিজা সিদ্দিকা, শামিমা আক্তার, উম্মে হাবিবা, সুমাইয়া আফরুজ, জাকিয়া খান মুন্নি, নুর জাহান আক্তার, মারজানা আক্তার, সুমাইয়া খাতুন, রওনক জাহান, মাহবুবা ইসলাম ও ইসরাত জাহান ইমা। গত ১৮ জুন খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ইসলামী ছাত্রী সংস্থার ওই ২৪ জন কর্মীকে আটক করে পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে এই মামলা দায়ের করে। মামলাটি তদন্ত করে খিলগাঁও থানার এসআই শেখ মো. কামরুজ্জামান দ্রুত বিচার আইনের ৪/৫ ধারায় গত ২৬ জুন আদালতে চার্জশিট দাখিল করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top