সকল মেনু

কোটচাঁদপুরে সোর্সনাম ধারী দালালদের অত্যাচারে মানুষ অতিষ্ট

 কোটচাঁদপুর,ঝিনাইদাহ প্রতিনিধি: উপজেলায় পুলিশ হয় রানির শিকার হচ্ছে সাধারন জনগন। সাধারন জনগন জিন্মি হয়ে পড়েছে পুলিশ সোর্সদের কাছে। হয় রানি চাঁদা বাজিতে মেতে উঠেছে সোর্স নাম ধারী সন্ত্রাসীরা। থানা অজ্ঞত মামলার ভয় দেখিয়ে রমরমা ব্যবসা শুরু হয়েছে ভূয়া দরখস্তের ভয় দেখিয়ে অদায় করা হচ্ছে অর্থ জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হলেও পরিস্থিতির কোন উন্নতি হচেছ না। এদিকে কোটচাঁদপুরের বিভিন্ন সড়কের মটর সাইকেল ও যানবাহনের কাগজ পত্র চেকিংসহ ভট বটি আলম সাধু নছিমন, করিমন, থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। ফাঁড়ির ইনর্চাজ এ টি এস আই মোঃ হাফিজুর রহমান পথচারীদের হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। এতে করে অতিষ্ট হয়ে উঠেছে সর্ব শ্রেনীর মানুষ সম্প্রতি জেলা পুলিশের কর্মকর্তা চেইন অব কমান্ড মেনে চলার জন্য পুলিশের প্রতি নির্দেশ দিলোও সবাইকে নির্দেশ দিলেও মাঠ পর্যায়ে তা মনে চলা হচ্ছে না। এ টি এস আই হাফিজ মাদক স্পট থেকে সপ্তা তুলার অভিযোগ সহ যান বাহন তল্লাশী করার শর্তে স্থানীয় শ্রমিকদের কাজ থেকে মাশুহারা নেওয়ার অভিযোগ রয়েছে এদিকে গোটা উপজেলায় কয়েক জন সোর্সের নামদারী দলাল কাজ করারে যাছে। এদের তমন কোন সহয় সম্বল না থাকলেও নতুন মটর সাইকেল, আলীশান বাড়ী করাই এলাকায় সমলচলার পাত্র হয়ে উঠেছে। এরা প্রতি নিয়ত শহর গ্রাম চষে  বেড়াচেছ হয়রানির করছে সাধারন মানুষকে এদেরি একজন বলাবাড়ীয়া গ্রামের গোলাম কাহারের ছেলে মতিয়ার রহমান (কালু), ২। বাগডাঙ্গা গ্রামের পিতা মকছেদ আলী ছেলে নওশের আলী এদের বাহীনির বিরুদ্ধে কেহ কথা বলতে পারে না সম্প্রতি দেশিও রামদা চাইনিজ কুডালসহ বাগডাঙ্গা ও পাশপাতিলা গ্রামে দিনের বেলায় ঘুরে অতংক সৃষ্টি করে । এছাড়াও মিথ্যা মামলার কথা বলে টাকা নিয়ার অভিযোগ আছে। উল্লেখ্য বলাবাড়ীয়র গ্রামে পশ্চিম পাড়ার  ইমাদুল ইসলামের নিকট থেকে ৭, হাজার টাকা মিথ্যা মামলা ভয় দেকিয়ে আদায় করা হয়েছে বলে জানাগেছে। এলাকাবাসি এব্যাপারে উদ্ধর্তৃন কর্তৃ পক্ষের অশু হস্ত ক্ষেপ কামনা করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top