সকল মেনু

পরীক্ষা ছাড়া ভিটামিন এ বিতরণ না করতে নির্দেশ

  নিজস্ব প্রতিবেদক : যথাযথ প্রক্রিয়ায় পরীক্ষা ছাড়া দুই ধরনের ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। স্বাস্থ্যসচিব, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদেরকে এ আদেশ দেওয়া হয়েছে। ২০১২ সালে দুই ধরনের (লাল ও নীল রঙের) মোট ১০ কোটি পিস ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ করা হয়। সেগুলোর কোনো ক্লিনিক্যাল পরীক্ষা হয়নি। বুধবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘এবারও অনুমোদনবিহীন ভিটামিন এ ক্যাপসুল শিশুদের মুখে’ শিরোনামে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি আদালতের নজরে আসায় ক্লিনিক্যাল পরীক্ষা ছাড়া ওই ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ থেকে বিরত থাকার নির্দেশ দেন হাইকোর্ট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top