সকল মেনু

ছাত্রসেনার সারাদেশে অর্ধদিবস হরতাল চলছে

  নিজস্ব প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: মিছিল-স্লোগানের মধ্য দিয়ে মওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যার প্রতিবাদে ইসলামী ছাত্রসেনার ডাকে দেশব্যাপী অর্ধদিবস হরতাল শান্তিপূর্ণ চলছে। দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রোববার ভোর ৬টায় শুরু হওয়া এ হরতাল ২ টা পর্যন্ত চলবে। তবে হরতালের আগে কিংবা শুরুর দিকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাজধানীর বিভিন্ন রুটে গণপরিবহনও চলতে দেখা গেছে। তবে ব্যক্তিগত গাড়ি রাস্তায় খুব বেশি দেখা যায়নি। তবে হরতালের সমর্থনে রোববার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর আদাবর, শ্যামলী, টেকনিক্যাল, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় মিছিল বের করে ছাত্রসেনার নেতা-কর্মীরা। এসময় পুলিশ তাদের বাধা দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। তবে মতিঝিল শাপলা চত্বর এলাকায় জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল থানার ওসি বিএম ফরমান আলী জানান, শান্তিপূর্ণ ভাবে হরতাল চলছে। পুলিশ সতর্ক অবস্থানে আছে। বুধবার রাতে রাজধানীর পূর্ববাজারের একটি ফ্ল্যাটে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের উপস্থাপক মওলানা নুরুল ইসলামকে খুন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এ পর্যন্ত এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ইসলামী ফ্রন্টের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুকী আহলে ‍সুন্নাত ওয়াল জামাতেরও নেতা ছিলেন। এ ঘটনায় ওই দিন রাতেই রোববার সারাদেশে অর্ধদিবস হরতালের ঘোষণা দেয় ইসলামী ছাত্রসেনা। এরপর শনিবার ফকিরাপুলেও সংবাদ সম্মেলন করে ফের হরতালের ঘোষণা দেন ইসলামী ছাত্রসেনার সভাপতি নুরুল হক চিশতী। এ সময় তিনি জানান, দেশের বন্যা কবলিত জেলাগুলো হরতালের আওতামুক্ত থাকবে। এদিকে হরতালে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য রাজধানীতে সতর্ক রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। রাজধানীর বিভিন্ন মোড়ে ও স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top