সকল মেনু

কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে শিকারীর ফাঁদে গলায় ফাঁস লেগে হরিণের মৃত্যূ

 মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় শিকারীর তৈরী ফাঁদে প্রবেশ করে গলায় ফাঁস লেগে একটি হরিণ মারা যায়। বন ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটলেও বন বিভাগ (বণ্যপ্রাণী) কিছুই জানে না বলে জানায়। পাহাড়ি এলাকা থেকে জ্বালানি কাঠ সংগ্রহকারীদের কাছ থেকে তথ্য পেয়ে শুক্রবার (২৯ আগষ্ট) দুপুরে সরেজমিন  লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা বন ক্যাম্প এলাকায় গিয়ে ফাঁদে মরে হরিণ পড়ে থাকতে দেখা যায়। কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ফুলবাড়ি চা বাগান প্রবেশ পথের উত্তর দিকে বাঘমারা বন ক্যাম্পের মাত্র দে’শ গজ দূরে বন্যপ্রাণী শিকারীদের পাতা এ ফাঁদের তারে গলায় ফাঁস লেগে ১টি হরিণ মরে পড়ে রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক জ্বালানি কাঠ (ডালপালা) সংগ্রহকারীরা জানান, তারা বৃহস্পতিবার বিকালে এ ফাঁদে এভাবে হরিণ মরে পড়ে থাকতে দেখেন। তারা ভয়ে বনকর্মীদের কাউকে কিছু না বলে ঘটনাটি কমলগঞ্জের সংবাদকর্মীদের অবহিত করেন। দেখা গেছে, বনের মধ্যে একাধিক গাছের সাথে মোটরসাইকেলে ব্যবহৃত এক্সেলেটরের শক্ত তার টেনে ফাঁদ তৈরী করা হয়েছে। বনাঞ্চলের হরিণটি নিজের অসাবধানতা বশত শিকারীর টেনে রাখা তারে আঘাত পেয়ে পড়ে গিয়ে গলায় ফাঁস লেগে মারা যায়। জ্বালানি কাঠ সংগ্রহকারীরা আরও বলেন, স্থানীয় একটি শিকারী চক্র নিয়মিতভাবে হরিণ ও বন মোরগ শিকার করে নেয়। বিষয়টি বনকর্মীরা জানলেও তা প্রতিরোধে কোন ব্যবস্থা গ্রহন করছেন না। স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে বন বিভাগের কিছু সংখ্যক অসাধু লোকজনের সাথে শিকারীদের সু-সম্পর্ক রয়েছে বলে নিয়মিত শিকারীরা বন্য প্রাণী শিকার করছেন। লাউয়াছড়া বনবিট কর্মকর্তা (বন্যপ্রাণী) মাহমুদুর রহমান হরিণ মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, মারা যাওয়া হরিণটি উদ্ধার করে ময়না তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top