সকল মেনু

ইরাকে মসজিদে গুলি, নিহত ৭৩

 ডেস্ক রিপোর্ট : ইরাকের পূর্বাঞ্চলে একটি মসজিদে সশস্ত্র জঙ্গিদের হামলায় অন্তত ৭৩ জন নিহত হয়েছেন। শুক্রবার দিয়ালা প্রদেশের বাকুবা শহরে সুন্নি সম্প্রদায়ের একটি মসজিদে শিয়াপন্থি জঙ্গিরা গুলি চালালে এ ঘটনা ঘটে। এত আহত হয়েছেন আরো শতাধিক লোক। সংবাদ সংস্থা আলজাজিরার রিপোর্টে বলা হয়েছে, স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সম্প্রতি একটি অনুষ্ঠানে বোমা হামলায় কয়েকজন শিয়াপন্থি মারা যাওয়ায় পাল্টা এ হামলা চালানো হতে পারে।

তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু বলা হয়নি।

এদিকে জাতিগত এ সংঘাতে সে দেশে নতুন প্রধানমন্ত্রী মধ্যপন্থি শিয়া নেতা হায়দার-আল-আদাবির সরকার গঠনের পথে বাধা সৃষ্টি হতে পারে। এই সরকার গঠনের মাধ্যমে ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে ইরাকিদের ঐক্যবদ্ধ করা হবে বলে আশা করা হচ্ছে।

সুন্নি বিদ্রোহীদের এ গ্রুপ ইরাকের অনেক এলাকা দখল করে রেখেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top