সকল মেনু

ভোলা সদর উপজেলার এক ইউনিয়নের সাত গ্রাম প্লাবিত

 ভোলা প্রতিনিধি: পূর্নিমার জোয়ারের প্রভাবে ভোলা সদর উপজেলার ১টি ইউনিয়নের ৭টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ওই গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। সোমবার বিকেলে প্রবল জোয়ারে বাঁধে ফাটল দেখা দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নাসির মাঝি এলাকায় শহর রক্ষা বাঁধ ভেঙে ৭ গ্রামের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে। এতে ৭ গ্রাম প্লাবিত হয়ে ঘরবাড়ি, রাস্তা-ঘাটসহ সবকিছু তলিয়ে গেছে। জোয়ারের পানি বাড়তে থাকায় ধনিয়া ইউনিয়নের ৭ গ্রামের ও নদী তীরবর্তী এলাকার মানুষ ঘরবাড়ি সরিয়ে নিতে শুরু করেছেন। ধনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদ হোসেন কবির জানান, পূর্ণিমার জোয়ারের প্রভাবে ধনিয়ার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। দ্রুত বাঁধ মেরামত করা না হলে ভোলা শহর প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল হেকিম জানান, খবর পেয়ে কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করে তা মেরামত কাজ করবেন। উল্লেখ্য, ভোলা সদর উপজেলার ইলিশা ও কাচিয়া ইউনিয়নের বেড়ী বাধ ভেঙ্গে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যে কোন সময় ভেঙ্গে যেতে পারে ওই দুই ইউনিয়নের বেড়ী বাধ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top