সকল মেনু

নতুন মুদ্রানীতি কর্মসংস্থানকে গুরুত্ব দিয়ে আসছে

 শানজানা জামান :  চলতি (২০১৪-১৫) অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন এ মুদ্রানীতিতে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করে কর্মসংস্থান বাড়ানোর প্রতি গুরুত্ব দেওয়া হবে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে। সূত্রে জানা যায়, একই সঙ্গে মূল্যস্ফীতির হারে লাগাম টানা, টাকার সর্বোত্তম ব্যবহার, প্রতিও বিশেষ নজর দেওয়া হবে। একই সঙ্গে বিনিয়োগ বাড়াতে সরকারকেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরামর্শ দেওয়া হবে। চাহিদা অনুযায়ী টাকার প্রবাহ বাড়ানোর কথা বলা হতে পারে বলে জানা গেছে।

এ দিকে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এফ এম আসাদুজ্জামান হটনিউজ২৪বিডি.কমককে জানান, শনিবার সকাল ১১ টায় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স কক্ষে চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করা হবে। গভর্নর ড. আতিউর রহমান এই নীতি ঘোষণা করবেন বলে জানান গভর্নর সচিবালয়ের এই কর্মকর্তা।

কেমন হবে আসছে মুদ্রনীতি? এমন প্রশ্ন ছিল বাংলাদেশ ব্যাংকের একাধিক সিনিয়র কর্মকর্তার নিকট। তারা জানান, প্রবৃদ্ধি সহায়ক উৎপাদনশীল খাতে অর্থ প্রবাহের মাত্রা বাড়ানোর নির্দেশনা থাকবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অনুৎপাদনশীল খাতে ঋণ জোগান নিরুৎসাহিত করার ঘোষণাও থাকবে। এ বিবেচনায় নতুন মুদ্রানীতির ভঙ্গিকে ভারসাম্যপূর্ণ বলা যায় বলে মনে করছেন তারা।

কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যমাত্রা নিয়ে মুদ্রানীতি প্রণয়ন করা হবে। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণ প্রবাহের দিকে নজর দেওয়া হবে। নতুন মুদ্রানীতি অবশ্যই পুঁজিবাজার বান্ধব হবে।’

নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা হটনিউজ২৪বিডি.কমককে বলেন, ‘রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে বিদায়ী অর্থবছরে বেসরকারি খাতে বিনিয়োগ কমে ১৯ শতাংশে নেমে এসেছে। তাই নতুন মুদ্রানীতিতে বিনিয়োগ বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে কর্মসংস্থানও বাড়বে।’

আসন্ন মুদ্রানীতি প্রসঙ্গে কথা হয় বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে। তিনি বলেন, ‘চলতি অর্থবছরের জন্য ঘোষিত বাজেট অনেকটাই সম্প্রসারণমূলক। কাজেই মুদ্রানীতি প্রণয়নে বিষয়টি বিবেচনায় আসতে পারে। তবে মুদ্রানীতির ভঙ্গিমা এবার যেন সংযত বা সঙ্কোচনমূলক না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। বিনিয়োগ যাতে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়েও গুরুত্ব দিয়ে ধমকে যাওয়া কর্মসংস্থানের গতি বাড়াতে হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top