সকল মেনু

ঢাকায় আসছে বৃহস্পতিবার বিশ্বকাপের ট্রফি

ক্রীড়া প্রতিবেদক : আগামী বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ১১তম আইসিসি ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ১৪ ফেব্রুয়ারি টুর্নামেন্টের পর্দা উঠবে। টুর্নামেন্ট শেষ হবে ২৯ মার্চ।  বিশ্বকাপে বাংলাদেশসহ ১৪টি দল অংশ নেবে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দেশে বিশ্বকাপের ট্রফি প্রদর্শিত হবে। এরই ধারাবাহিকতায় আগামী বৃহস্পতিবার বিশ্বকাপের ট্রফি ঢাকায় এসে পৌছবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আগামী ২৪ জুলাই শ্রীলংকা থেকে আইসিসি বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে এসে পৌঁছবে । এক দিনের সফরে বাংলাদেশে আনা হবে ট্রফিটি।’ বিসিবির এই কর্তা জানান, ২৫ জুলাই সাধারণ জনগণের জন্যে বিশ্বকাপের ট্রফি প্রদর্শন করা হবে। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলসমূহ : ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, আফগানিস্তান, স্কটল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top